Jasprit Bumrah against Australia: এমসিজি টেস্টে জসপ্রীত বুমরার পারফরম্যান্স দেখে ঘোর কাটছে না মাইকেল ভন, ড্যারেন লেম্যানের। ভন বুমরাকে 'সর্বকালের সেরা' খেলোয়াড়ের তকমা দিয়েছেন। আর, লেম্যানের ধারণ, ভারতীয় পেসার তাঁকে তিন বলে অন্তত 'দু'বার' আউট করতেনই করতেন।
বক্সিং ডে টেস্টের ৪র্থ দিনে বুমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দ্বিতীয় ইনিংসে ৩০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১০০ রানের বেশি লিড ছিল। কিন্তু, বুমরার বলের লেংথ, বাউন্স, দেরিতে সুইং অজি ব্যাটারদের বিপাকে ফেলে।
ট্রাভিস হেডকে আউট করে রবিবার তাঁর ২০০তম টেস্ট উইকেটও তুলে নেন ভারতীয় পেসার। এসব দেখেই ভন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'জসপ্রীত বুমরা অসাধারণ! সর্বকালের সর্বশ্রেষ্ঠ। ও যেটা সেরা, সেটাই করল।'
লেম্যান বলেন, 'ও সত্যিই ভালো! প্রতিভাধর, আমাদের অন্তত ৩ বলে ২বার আউট করতই করত। তার মধ্যে ২বার আমাকে আউট করত। আর, একবার নো বল করত।' রবিবার বুমরা অন্য বোলারদের থেকেও সাহায্য পেয়েছেন। মহম্মদ সিরাজ উসমান খাজা ও স্টিভ স্মিথকে আউট করেন। ভয়ংকর হয়ে ওঠা মারনাস লাবুসেনকেও ফিরিয়ে দেন। লাবুসেন ১৩৯ বলে ৩টি চার-সহ করেছেন ৭০ রান। আর, এসবের মধ্যে চলে বুমরার ক্যারিশমা।
রবীন্দ্র জাদেজা ও নীতীশকুমার রেড্ডিও ১টি করে উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, নীতীশ এদিন মিচেল স্টার্ককেও রানআউট করেন। আকাশদীপ কোনও রান না পেলেও ৪টি মেডেন নিয়েছেন। রান দিয়েছেন গড়ে ৩.১২। আর, এসবের দৌলতেই অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে একসময় নড়বড়ে জায়গায় চলে যায়।
কিন্তু, শেষ পর্যন্ত নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড ১০ম উইকেটেও লড়াই চালিয়ে যান। তাঁরা ৪র্থ দিনের শেষে অপরাজিত থেকে যান। লিয়ন করেছেন ৪১। আর, বোল্যান্ড ১০। তার মধ্যে লিয়ন আবার ৫টি চারও মেরেছেন। যার জেরে অস্ট্রেলিয়া ৪র্থ দিনের শেষে ভারতের থেকে ৩৩৩ রানে এগিয়ে রয়েছে।