এই প্রজন্মের সেরা সাদা বলের ক্য়াপ্টেন ধোনি: মাইকেল ভন

অধিনায়ক হিসাবে বিরাট কোহলির থেকে মহেন্দ্র সিং ধোনিকেই এগিয়ে রাখছেন মাইকেল ভন। প্রাক্তন ইংল্য়ান্ড ক্য়াপ্টেনের মতে সীমিত ওভারের ক্রিকেটে এই যুগের সেরা অধিনায়ক ধোনিই।

অধিনায়ক হিসাবে বিরাট কোহলির থেকে মহেন্দ্র সিং ধোনিকেই এগিয়ে রাখছেন মাইকেল ভন। প্রাক্তন ইংল্য়ান্ড ক্য়াপ্টেনের মতে সীমিত ওভারের ক্রিকেটে এই যুগের সেরা অধিনায়ক ধোনিই।

author-image
IE Bangla Web Desk
New Update
Michael Vaughan picks MS Dhoni best white-ball captain

এই প্রজন্মের সেরা সাদা বলের ক্য়াপ্টেন ধোনি: মাইকেল ভন

অধিনায়ক হিসাবে বিরাট কোহলির থেকে মহেন্দ্র সিং ধোনিকেই এগিয়ে রাখছেন মাইকেল ভন। প্রাক্তন ইংল্য়ান্ড ক্য়াপ্টেনের মতে সীমিত ওভারের ক্রিকেটে এই যুগের সেরা অধিনায়ক ধোনিই। এমনটাই দ্য় টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন ভন।

-->
Advertisment

ভন কোহলি আর ধোনির তুলনায় বললেন, "ধোনি এখন আর আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করে না। কিন্তু আমাদের প্রজন্মে আমার দেখা ওই সেরা সাদা-বলের ক্য়াপ্টেন। উইকেটের পিছন থেকে দল চালনা থেকে শুরু করে গেমরিডিং। আউট অফ দ্য় বক্স ভাবতে পারত। চাপের মুখেও ধোনি অসাধারণ ছিল। তেমনই ভাল ব্য়াটিং করত। অন্য়দিকে টেস্টে কোহলি অসম্ভব ব্য়স্ত, প্রাণশক্তিতে ভরপুর, অসাধারণ ব্য়াটসম্য়ান। আমি ওর ক্য়াপ্টেনসি পছন্দ করি।"

আরও পড়ুন: ভারতের এবার ধোনিকে বাদ দিয়ে ভাবা উচিত: গৌতম গম্ভীর

ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতে। এরপর ২০১১ সালে কপিল দেবের পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসাবে দেশকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতান মাহি। আর এর ঠিক দু’বছর পর ধোনি দেশকে চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতান। আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাফল্যের অন্য়তম কাণ্ডারী এমএসডি। অন্য়দিকে কোহলি এখনও পর্যন্ত ভারতকে আইসিসি-র কোনও বড় ট্রফি জেতাতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ও বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কোহলির ভারতকে ছিটকে যেতে হয়েছে।

-->
Advertisment

আরও পড়ুন: প্রত্যাবর্তনের সিদ্ধান্ত ধোনির উপরেই ছাড়া হোক, বলছেন শাস্ত্রী

ভন আরও বলছেন যে, অধিনায়কত্বে মাঠের থেকেও মাঠের বাইরের বিষয়টা অনেক বেশি নির্ভর করে। নিয়ন্ত্রণ করার জন্য় ক্রিকেটীয় মস্তিষ্কের একটা অনেক বড় ভূমিকা রয়েছে। তাঁর মতে প্রকাশ্য়ে একজন অধিনায়ক কীভাবে নিজেকে মেলে ধরছে সেটাও দেখার বিষয়। তাঁর মতে একজন ভাল অধিনায়ক আগামী কয়েক মাস ও বছরের জন্য়ও একটা দৃষ্টিভঙ্গি দেখাতে পারে দলকে।

Virat Kohli MS DHONI