Michael Vaughan Slams Rohit Sharma’s ‘Average’ IPL Record: “Come on, Get MI Off to a Start”: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মুম্বই ইন্ডিয়ানস ওপেনার রোহিত শর্মার আইপিএল ২০২৫ মরশুমে বাজে পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন। মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক রোহিত তিন ম্যাচের মধ্যে দুটি খেলেছেন ইমপ্যাক্ট সাব হিসেবে এবং শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ রানে আউট হয়েছেন।
চেন্নাইয়ে মরশুমের প্রথম ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাত্র ৮ রান করেছেন। ২০২০ সালের পর থেকে মোট দুটি মরশুমে ৪০০-এর বেশি রান করেছেন রোহিত। যা তাঁর সাম্প্রতিক ফর্মের দুর্বলতাকেই প্রকাশ করেছে।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল ভন বলেছেন, 'আমরা এখন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মাকে বিচার করছি, কারণ তিনি আর দলের অধিনায়ক নন। এই পরিসংখ্যান নিয়ে কেউ দলে টিকে থাকতে পারে না, যদি তাঁর নাম রোহিত শর্মা না হত, তবে হয়তো তাঁকে দল থেকে বাদ দেওয়াই হত।'
এতেই না থেমে ভন আরও বলেন, 'আমি বলছি না যে তারা (মুম্বই ইন্ডিয়ানস) ওঁকে বাদ দেবে। তবে তাঁরও উচিত মুম্বই ইন্ডিয়ানসকে ভালো শুরু উপহার দেওয়া, নিজের ছন্দ ফিরে পাওয়া। কারণ দলের ভালো পারফরম্যান্সের জন্য সিনিয়র খেলোয়াড়দের ভালো করা অত্যন্ত জরুরি।'
ভন দীর্ঘদিন ধরেই ভারতের সিনিয়র খেলোয়াড়দের কড়া সমালোচক। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যখনই সাম্প্রতিক সময়ে খারাপ পারফরম্যান্স করেছেন, ভন তাঁদের বিরুদ্ধে সরব হয়েছেন। বরাবরই ভারত-বিরোধী বলে পরিচিত এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় রোহিতদের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের পর তিনি রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছিলেন। কখনও আবার কোহলিকে ইন্ডিয়া টিম থেকে বিতাড়নেরও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- কে জিতবে, লখনউ না পঞ্জাব? দেখে নিন এই কায়দায় ঘরে বসেই
যদিও ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা ভনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁরা ভনের এই স্বভাবের সঙ্গে পরিচিত। কোহলিরা অতীতে বারবার জানিয়েছেন, কিছু প্রাক্তন ক্রিকেটার শুধুমাত্র নিজের গুরুত্ব বাড়ানোর জন্য তাঁদের লাগাতার আক্রমণ করেন। তবে, তাঁরা ওই সব সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। যেটুকু দরকার বা যদি সঠিক সমালোচনা হয়, তবেই তাঁরা সেই সমালোচনাকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন রোহিত ও কোহলি।