/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/imgonline-com-ua-twotoone-ci6nNq1RmyPa_copy_1200x676.jpg)
টিম ইন্ডিয়াকে ফের অপমান ভনের (টুইটার)
ভারতীয় দলকে ট্রোল করায় সিদ্ধহস্ত ইংল্যান্ডের প্রাক্তন দলনেতা মাইকেল ভন। বারবারই বিরূপ মন্তব্য করে ভারতীয় সমর্থকদের বিরাগভাজন হয়েছেন তিনি। আরো একবার টিম ইন্ডিয়াকে নিয়ে রসিকতা করলেন তিনি। তাও আবার বিরাট কোহলির দলের সঙ্গে ভারতীয় মহিলা দলের তুলনা করে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসাবে শুরু করেও ট্রফি অধরা থেকে গিয়েছে টিম ইন্ডিয়ার। সেই ক্ষত এখনো দগদগে ক্যাপ্টেন কোহলির। সেই ক্ষতয় এবার নুনের ছিটে দিলেন স্বয়ং মাইকেল ভন। ইংরেজ কন্ডিশন ভারতীয় ক্রিকেটারদের সামনে বরাবরই ভাল পারফর্ম করার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবার নিউজিল্যান্ডের কাছেও ফাইনালে মুখ থুবড়ে পড়ায় ভন জানিয়ে দিলেন, ইংলিশ কন্ডিশনে ভারতীয় মহিলা দল বরং অনেক ভাল টিম কোহলির থেকে।
আরো পড়ুন: ইংল্যান্ডের মাটিতেই অভিষকের মুখে বাংলার তারকা! কোহলির দল চমকে দেওয়ার অপেক্ষায়
মিতালি রাজের টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইয়ে খেলার সময়ই টুইটারে ভন কোহলিদের খোঁচা দিয়ে লিখলেন, "ভারতীয় মহিলা দল আজ দারুণ খেলছে। দেখে ভালো লাগছে অন্তত একটা ভারতীয় দল ইংলিশ কন্ডিশনে ভাল খেলছে।" কোহলিদের টিম ইন্ডিয়া যে ইংল্যান্ডের পরিবেশে একদমই ব্যর্থ, সেই খোঁচা দিয়েই তিনি বোঝানোর চেষ্টা করেছেন মহিলা দলের পারফরম্যান্স তুলনায় অনেক ভালো।
The Indian women’s team are putting in an excellent display today … Good to see at least 1 Indian cricket team can play in English conditions … 😜😜
— Michael Vaughan (@MichaelVaughan) June 30, 2021
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়ি পেসারদের সামনে ভারত দুই ইনিংস মিলিয়ে স্কোরবোর্ডে তোলে ২১৭ এবং ১৭০ রান। কোনো ভারতীয় ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ স্কোর ছিল অজিঙ্কা রাহানের ৪৯। আট উইকেটে ম্যাচ হারে ভারত।
আরো পড়ুন: ভারতকে হারানো ম্যাচের সেই জার্সি এবার মহৎ কাজে! সাউদির কীর্তিতে হৃদয় জয় আবারও
মহিলাদের ক্রিকেটে দ্বিতীয় ওয়ানডেতে ভারত আবার ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স উপহার দেয়। ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা ওপেনিংয়েই ৫৬ তুলে দেন। তারপর অধিনায়ক মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌর মিলে আরো ৬৮ রান যোগ করেন। তবে বাকিদের কাছ থেকে সেরমকম সহায়তা না পাওয়ায় ভারতীয় দল ২২১ রানে শেষ হয়। ইংল্যান্ডের মহিলা দলের পেসার কেট ক্রস ৫ উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে জয় এনে দেন চলতি সিরিজেই অভিষেক ঘটানো সোফিয়া ডাঙ্কলে। অপরাজিত ৭৩ করার সঙ্গেই ষষ্ঠ উইকেটে ৯২ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
টিম কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে খেলতে নামবে। প্রথম টেস্ট অগাস্টের ৪ তারিখ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন