Advertisment

খাওয়া বন্ধ করে দিলেন আচমকা! হাসপাতালে ভর্তি করা হল কিংবদন্তি মিলখাকে

৯১ বছর বয়সেও মিলখা সিং চন্ডীগড় গলফ ক্লাবে নিয়মিত যান। তবে কোভিডের প্রাদুর্ভাবের কারণে গত ২-৩ মাস ঘরবন্দিই ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা আক্রান্ত আগেই হয়েছিলেন। এবার হাসপাতালে ভর্তি করা হল কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংকে। তবে পুত্র জীব মিলখা সিং জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই মিলখাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

গত বুধবার করোনা পজিটিভ ধরা পড়ার পরেই চন্ডীগড়ে নিজের বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। আপাতত তাঁকে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।

আরো পড়ুন: ‘খুনি’ সুশীল কুমারকে বড় শাস্তি দিল রেল! বিশাল বিপাকে অলিম্পিকজয়ী

জীব মিলখা সিং সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "করোনা আক্রান্ত হওয়ার পরে শারীরিক সমস্ত প্যারামিটার ঠিক রয়েছে। তবে গতকাল থেকেই উনি প্রচন্ড দুর্বল হয়ে পড়ছিলেন। খাবার খাচ্ছিলেন না। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে উনি আপাতত রয়েছেন।"

পাশাপাশি তিনি আরো বলেন, "মানসিকভাবে উনি প্রচণ্ড কঠিন। তাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নামি চিকিৎসকরা ওঁর যত্ন করছেন।" দুবাইয়ে এক গলফ টুর্নামেন্টে খেলতে ব্যস্ত ছিলেন জীব মিলখা সিং। তবে বাবার অসুস্থতার খবর পেয়ে শনিবারই দেশে ফেরেন তিনি।

কমনওয়েলথ চ্যাম্পিয়ন এবং রোম অলিম্পিকে অংশগ্রহণ করা কিংবদন্তির এক কর্মচারী গত সপ্তাহের শুরুতেই কোভিডে আক্রান্ত হন। তারপরেই বুধবার থেকে আইসোলেশনে চলে গিয়েছিল সিং পরিবার। তবে স্বস্তির খবর, মিলখা সিং বাদে পরিবারের বাকি সদস্যরা- মিলখা সিংয়ের স্ত্রী জাতীয় দলের প্রাক্তন ভলিবল ক্যাপ্টেন নির্মল কৌর, নাতি হরজল মিলখা সিং, পুত্রবধূ কুদরত সিং সকলেই করোনা পরীক্ষায় নেগেটিভ ধরা পড়েছেন।

মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, “চলতি সপ্তাহের শুরুতেই একজন রাঁধুনি কোভিডে আক্রান্ত হন। তারপরেই আমরা বুধবার কোভিড পরীক্ষা করাই। সেই পরীক্ষাতেই মিলখা সিং পজিটিভ ধরা পড়েন। গতকাল পর্যন্ত ওঁর কোনো উপসর্গ ছিল না। তবে রাতে হালকা জ্বর এসেছিল। আপাতত উনি বাড়িতে আলাদা রয়েছেন। জ্বর এখন কমে গিয়েছে।”

তবে দুর্বলতার কারণে মিলখাকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হল!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

athlete
Advertisment