টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনেই ইতিহাস গড়লেন ভারোত্তোলক মীরাবাই চানু। ৪৯ কেজি বিভাগে ভারতকে রুপো এনে দিলেন তিনি। ৪৯ কেজি ক্যাটাগরিতে ২৬ বছরের তারকা স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন এন্ড জার্ক-এ ১১৫ কেজি মিলিয়ে মোট ২০২ কেজি উত্তোলন করেন। এটাই চলতি টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক।
Advertisment
ইভেন্টে সোনা জেতেন চিনের হউ ঝিহুই। ব্রোঞ্জ পদক জেতেন ইন্দোনেশিয়ান প্রতিদ্বন্দ্বী। অলিম্পিকে আসার আগেই চানু দুরন্ত ফর্মে ছিলেন। তাঁর ওপর দেশের পদক প্রত্যাশা ছিলই। চলতি বছরেই এপ্রিলে ক্লিন এন্ড জার্ক-এ নিজের ক্যাটাগরিতে ১১৪ কেজি উত্তোলন করে বিশ্বরেকর্ড গড়েছিলেন।
ফাইনালে চিনের ঝিহুই স্ন্যাচ ইভেন্টে ৯৪ কেজি উত্তোলন করে অলিম্পিকে রেকর্ড গড়েন। স্ন্যাচ ইভেন্টের শেষে এগিয়ে ছিলেন তিনিই। ক্লিন এন্ড জার্ক ক্যাটাগরিতেও শীর্ষে ছিলেন তিনি।
যাইহোক, এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চানু। ২০১৬-য় রিও অলিম্পিকে স্ন্যাচে ৮২ কেজি উত্তোলন করতে গিয়ে ব্যর্থ হন প্রথম প্রচেষ্টায়। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৪ কেজি উত্তোলন করলেও তৃতীয় প্রচেষ্টায় ফের একবার ব্যর্থ হন তিনি।
রিও-র ব্যর্থতা এবার সুদে আসলে পুষিয়ে নিলেন মীরাবাই চানু। শনিবার চানু প্রথম এবং দ্বিতীয় বারের স্ন্যাচ প্রচেষ্টাতেই সফল হন যথাক্রমে ৮৪ এবং ৮৭ কেজি উত্তোলন করে। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজি উত্তোলনে ব্যর্থ হন তিনি। ক্লিন এন্ড জার্ক ইভেন্টে দুবারের প্রচেষ্টায় চানু উত্তোলন করেন যথাক্রমে ১১০ এবং ১১৫ কেজি।