Advertisment

প্রধান নির্বাচক সহ হেড কোচ, পিসিবির প্রস্তাবে 'না' বলতে পারেন মিসবা

author-image
IE Bangla Web Desk
New Update
Misbah Ul Haq

মিসবা উল হক (টুইটার)

যেমনটা ভাবা হয়েছিল, তেমনটাই হতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বড়সড় দায়িত্ব পেতে চলেছেন মিসবা উল হক। শুধুমাত্র জাতীয় দলের কোচই নয়। দেশের ক্রিকেট প্রধান নির্বাচকও হতে পারেন তিনি। এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে। বর্তমানে লাহোরে প্রাক মরশুম প্রস্তুতিতে মিসবার অধীনে পিসিবির চুক্তিবদ্ধ সহ বাকি ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত। যদিও মিসবাকে পিসিবি-র তরফে বোর্ডের প্রধান নির্বাচক এবং জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হলে, তিনি তাতে রাজি হবেন কিনা, সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি প্রাক্তন পাকিস্তানি তারকা।

Advertisment

পিসিবি-র এক কর্তা সংবাদসংস্থাকে জানান, "মিসবা এমনিতেই জাতীয় দলের ক্যাম্প তদারকির কাজ করতে রাজি ছিল না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাকির খান মিসবাকে রাজি করান।" কী কারণে মিসবা জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি নন? ফাঁস হয়ে গিয়েছে সেই কথাও। পিসিবির চুক্তিবদ্ধ কিছু ক্রিকেটারকে টি টোয়েন্টি লিগ না খেলে রিহ্যাব সেশনে অংশ নিক, এমনটাই চেয়েছিলেন মিসবা। তবে তাঁর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পিসিবি সেই ক্রিকেটারদের টি টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয়। এতেই গোঁসা মিসবার।

আরও পড়ুন মিসবাই দায়িত্বে পাকিস্তান ক্রিকেটের ট্রেনিং ক্যাম্পের

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মিসবা

সংবাদসংস্থাকে পিসিবি-র সেই সোর্স জানিয়েছেন, "ফখর জামান এবং বাবর আজমের মতো বেশ কিছু ক্রিকেটারদের ফিটনেস সমস্যা রয়েছে। তাই মিসবার মনে হয়েছিল, বিশ্বকাপের পরেই পিসিবি-র উচিত ছিল রিহ্যাব প্রসেসে সংশ্লিষ্ট ক্রিকেটারদের সামিল করানো। তবে তার পরিবর্তে পিসিবি সেই ক্রিকেটারদের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয়।" মিসবা এখনও জাতীয় দলের কোচের পদে আবেদন করেননি। ২৩ তারিখেই পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদে আবেদন করার শেষ দিন।

মিসবা আবেদন করবেন কিনা, তা এখনও ঠিক নয়। জানানো হয়েছে, কেবলমাত্র অনুশীলনে নেট-প্র্যাকটিস করেই ম্যাচ খেলতে নামায় বিশ্বাসী নন মিসবা। পুরোদস্তুর প্রস্তুতি নিয়েই আন্তর্জাতিক ম্যাচে খেলাতে চান ক্রিকেটারদের। মিসবা-র গোঁসা ভাঙিয়ে পিসিবি কি তারকা ক্রিকেটারকে কোচ হতে রাজি করাতে পারবে, তা নিয়েই বাড়ছে জল্পনা।

Read the full article in ENGLISH

cricket pakistan
Advertisment