বিরিয়ানি এখন অতীত, মিসবার ডায়েটে সরফরাজদের জন্য় শুধুই ফল-পাস্তা

পাকিস্তানের নয়া হেড কোচ ও জাতীয় দলের মুখ্য় নির্বাচক দলের স্বার্থে নিলেন কড়া পদক্ষেপ। খেলোয়াড়দের খাদ্য়াভাস পুরোপুরি বদলে দিলেন মিসবা-উল-হক। টিমের ফিটনেসের কথা ভেবে তৈরি করলেন কঠিন ডায়েট চার্ট।

পাকিস্তানের নয়া হেড কোচ ও জাতীয় দলের মুখ্য় নির্বাচক দলের স্বার্থে নিলেন কড়া পদক্ষেপ। খেলোয়াড়দের খাদ্য়াভাস পুরোপুরি বদলে দিলেন মিসবা-উল-হক। টিমের ফিটনেসের কথা ভেবে তৈরি করলেন কঠিন ডায়েট চার্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Misbah-ul-Haq changes diet plan for Pakistan players

বিরিয়ানি এখন অতীত, সরফরাজদের কঠোর ডায়েট চার্টে শুধুই পাস্তা-ফলফলাদি

পাকিস্তানের নয়া হেড কোচ ও জাতীয় দলের মুখ্য় নির্বাচক দলের স্বার্থে নিলেন কড়া পদক্ষেপ। খেলোয়াড়দের খাদ্য়াভাস পুরোপুরি বদলে দিলেন মিসবা-উল-হক। টিমের ফিটনেসের কথা ভেবে তৈরি করলেন কঠিন ডায়েট চার্ট। সরফরাজ আহমেদদের খাবারের তালিকা থেকে বাদ গেল বিরিয়ানি। কোনওরকম তৈলাক্ত এবং মশলাদার খাবার থেকে বিরত থাকতে হবে তাঁদের।

-->
Advertisment

পাকিস্তান দলটাকে পুরোপুরি বদলে ফেলতে চান তিনি। আর তার প্রথম পদক্ষেপ এই ডায়েট চার্ট। বিশ্বকাপ চলাকালীন সরফরাজ আহমেদের মাঠের মধ্য়ে হাই তোলা ও পুরো দলের ফিটনেস নিয়ে প্রচুর কথা হয়েছিল। মিসবা সেসবই এখন ভুলিয়ে দিতে চাইছেন। কুয়েদ-ই-আজম ট্রফির সঙ্গে যুক্ত ক্য়াটারিং কোম্পানির এক সদস্য় বলছেন, "আর বিরিয়ানি নয়, এমনকী তৈলাক্ত রেড মিট বা মিষ্টিও বাদ গিয়েছে খেলোয়াড়দের খাবারের তালিকা থেকে।"

আরও পড়ুন: পাকিস্তানের নয়া কোচ-নির্বাচক মিসবাকে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ শোয়েবের

-->

আরও জানা যাচ্ছে যে, মিসবা তাঁর খেলোয়াড়দের জন্য় বার্বিকিউ খাবার, পাস্তা এবং প্রচুর ফলফলাদির কথাই বলেছেন।আর এগুলোকেই তিনি মেন্য়ুতে প্রাধান্য় দিতে চান। এই একই ডায়েট প্ল্য়ান ঘরোয়া ক্রিকেটেও মেনে চলা হবে। এবং অবশ্য়ই জাতীয় শিবিরের খেলোয়াড়দের তা অনুসরণ করতে হবে। এক সংবাদসংস্থার সূত্র বলছে, "পাকিস্তানের খেলোয়াড়দের জাঙ্ক ফুডের ওপর আশক্তি রয়েছে। যখন তাঁরা জাতীয় দলের সঙ্গে থাকেন না, তখন তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে। কিন্তু মিসবা সকলকে বলে দিয়েছে যে, একটা লগ বুক বজায় রাখতে হবে। সেখানে ফিটনেস এবং ডায়েট মেনে চলতে হবে। অন্য়থা হলেই তাঁকে বেরিয়ে যাওয়ার দরজাটা দেখিয়ে দেওয়া হবে।"

cricket pakistan