পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মিসবা

এই পাক দলের অধিকাংশ ক্রিকেটারের সঙ্গেই মিসবা খেলেছেন। তাঁকে প্রায় প্রত্য়েকে চেনেন এবং সম্মানও করে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই পাকিস্তান তাঁদের পরবর্তী কোচ বেছে নেবে।

এই পাক দলের অধিকাংশ ক্রিকেটারের সঙ্গেই মিসবা খেলেছেন। তাঁকে প্রায় প্রত্য়েকে চেনেন এবং সম্মানও করে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই পাকিস্তান তাঁদের পরবর্তী কোচ বেছে নেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Misbah ul Haq front-runner in Pakistan’s head coach race: Reports

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মিসবা

বিশ্বকাপে ব্য়র্থচতার পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা দলটাকে আমূল বদলে দিতে চাইছে। সেভাবেই এগিয়ে চলেছে পিসিবি। এসবের মধ্য়েই শোনা যাচ্ছে যে, পাকিস্তানের পরবর্তী হেড কোচ হতে চলেছেন সেদেশের কিংবদন্তি ব্য়াটসম্যান ও  প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হক। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মিসবাই। এমনটাই খবর নিউজডটকমডটপিকে-র।

Advertisment

 

কিছুদিন আগেই পাকিস্তানের প্রাক্তন কোচ মিকি আর্থার পিসিবি-কে জানিয়েছিলেন, তাঁকে আরও দু'বছর সময় দেওয়া হলে এই পাকিস্তান দলটার ভোলই বদলে দেবেন তিনি। এমনকী সরফরাজ আহমেদকে ক্য়াপ্টেনের পদ থেকে ছেঁটে ফেলা হোক বলেও প্রস্তাব দেন তিনি। কিন্তু পিসিবি তাঁকে ও তাঁর কোচিং স্টাফেদেরই ছেঁটে ফেলেছে। মিসবা এর আগে কখনই কোচিং করাননি। তিনি যদি পাকিস্তানের কোচ হন, তাহলে এটাই তাঁর কোচিংয়ের হাতেখড়ি হবে।

আরও পড়ুন: পাকিস্তানকে আমূল বদলে দেওয়ার দাবি আর্থারের, সরফরাজকে ছেঁটে ফেলার সুপারিশ কোচের

Advertisment

২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেটকে বিদায় জানান মিসবা। তাঁর সঙ্গে ইউনিস খানও ক্রিকেটকে আলবিদা বলেন। মিসবা ৭৫টি টেস্ট খেলেছেন। ১৬২টি ওয়ান-ডে ও ২৯টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। মিসবা আজও পাকিস্তানের অন্য়তম সেরা টেস্ট ক্য়াপ্টেন হিসেবেই পরিচিত। তাঁর ক্য়াপ্টেনসিতে ৫৬টি টেস্টের মধ্য়ে পাকিস্তান ২৬টি টেস্ট জিতেছে ও ১৯টি হেরেছে। ১১টি টেস্ট ড্র হয়েছিল।

pakistan