/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/rishabh-pant-and-shreyas-iyer.jpg)
ব্যাটিং অর্ডার নিয়ে বিভ্রান্ত ঋষভ ও শ্রেয়স আইয়ার (টুইটার)
সামান্য ভুল বোঝাবুঝি। এতেই প্রায়ই একইসঙ্গে চার নম্বরে ব্যাট করতে মাঠে নেমে পড়েছিলেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলার সময়েই এমন অভূতপূর্ব দৃশ্য দেখার সুযোগ এসে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে দু-জনেই ভুল বুঝতে পারেন। ম্যাচের পরে এমন ঘটনার বিষয়ে জানাতে গিয়ে কোহলি বলেন, "আমার মনে হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে এমন কাণ্ড হয়েছিল। পরে এমনটাই জানতে পারলাম।" কোহলি পরে আরও বলেন, "দুজনেই একসঙ্গে ব্যাট করতে নেমে পড়েছিল। বিষয়টা বেশ মজার। দুজনেই ব্য়াট করতে নামতে চেয়েছিল। তাই ওরা যদি একসঙ্গে ক্রিজে পৌঁছতো, আরও মজার হত। তাহলে তিনজন ব্য়াট করত ক্রিজে।"
আরও পড়ুন বিরাট হার: দলগত ব্যর্থতার মাশুল দিয়ে হারল ভারত
প্রথম ইনিংসে ভারত ব্যাট করার সময়ে অষ্টম ইনিংসের ঘটনা। সেই সময় শিখর ধাওয়ান আউট হয়ে গিয়েছিলেন। ৭.২ ওভারে ভারত তখন ২ উইকেট হারিয়ে ৬৩ রানে। বিরাট কোহলির অন্যপ্রান্তে। সেই সময়েই প্রায় একই সঙ্গে ব্যাটিং করতে নেমে পড়ছিলেন শ্রেয়স আইয়ার এবং পন্থ। শেষ পর্যন্ত অবশ্য ঋষভই চার নম্বরে ব্যাটিং করতে নামেন।
চতুর্থ জুটিতে কোহলি-ঋষভের পার্টনারশিপ অবশ্য বেশিক্ষণ টেকেনি। স্কোরবোর্ডে আর মাত্র ৫ রান ওঠার পরেই বিরাট আউট হয়ে যান। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, চার নম্বর পজিশনে দীর্ঘস্থায়ী মেয়াদে কে, ঋষভ নাকি শ্রেয়স। কোহলি সাফ জানাচ্ছেন, "সিচ্যুয়েশন অনুযায়ী ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়। মনে রয়েছে, "১০ ওভার পরে নিজেরা ঠিক করেছিলাম, চার নম্বরে ঋষভ ব্যাট করতে নামবে। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও আগে ওদের সঙ্গে একপ্রস্থ কথা বলে রেখেছিল। তবে ঠিক সময়ে দুজনেই বিভ্রান্ত হয়ে পড়ে। বুঝতে পারেনি, এমন সময়ে কার ব্যাট করতে নামার কথা।"
???????????? Both of them are perfect at no.4 & no.5 position! Today instead of IYER, PANT was sent at 4 when IYER was stepping in!!!
So, even Team maybe confused????
What do u think who should be at no.4??? #AskStar#INDvSA#Iyer#Pant#T20pic.twitter.com/IjVcs854Es— Souma DR (@SoumaDR1) September 22, 2019
আরও পড়ুন পন্থকে ফর্মে ফেরাতে ব্যাটিং অর্ডার পরিবর্তনের পরামর্শ লক্ষ্মণের
হারলেও বিশ্বকাপের পরিকল্পনা বদলাবেন না, জানিয়ে দিলেন কোহলি
ভারত হারলেও শ্রেয়স-ঋষভের এমন ভুল বোঝবুঝি অবশ্য সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Read the full article in ENGLISH