/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/JPEG-6.jpg)
'কাপল গোলস'! ঠিক একই সময় স্টার্ক নিলেন উইকেট, তাঁর স্ত্রী হাঁকালেন চার
একেই বলে ভালবাসা! মিচেল স্টার্ক যখন ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ডে ইংল্য়ান্ডের বিরুদ্ধে উইকেট তুলে নিলেন ঠিক তখনই অ্য়ান্টিগায় তাঁর স্ত্রী অ্যালিসা হিলি চার হাঁকালেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দু'জনের মধ্য়ে ভৌগলিক দূরত্ব প্রায় ৩০০০ কিলোমিটার। কিন্তু মনের দূরত্ব হয়তো নেই। ধারাভাষ্য়কার লিসা স্থালেকর একই সময় ঘটে যাওয়া দু'টি মুহূর্তের ভিডিও টুইট করে এই তথ্য় তুলে ধরেছেন। নেটিজেনরা বলছেন, 'কাপল গোলস'কে অন্য় মাত্রায় নিয়ে গিয়েছেন স্টাক-হিলি।
So Starc gets a wicket & at the same time 2948 kms Healy smacks a 4. Love watching them both!! pic.twitter.com/ANzWQNprre
— Lisa Sthalekar (@sthalekar93) September 8, 2019
স্টার্ক-হিলি দু'জনেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। স্টার্ক অজি পুরুষ দলের স্টার বোলার। অন্য়দিকে হিলিও অজি মহিলা দলের নিয়মিত ব্যাটসম্য়ান। ২০১৬ সালের ১৫ এপ্রিল স্টার্ক-হিলির চার হাত এক হয়েছিল। মাত্র ৯ বছর বয়সেই তাঁদের প্রথম দেখা হয়েছিল। একে অপরের বিরুদ্ধে নর্দান ডিস্ট্রিক্ট জুনিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলছিলেন। পরবর্তী কালে দু'জনে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১১ দলে উইকেটকিপার হিসাবেও দায়িত্ব সামলেছেন। সেই দলের কোচ ছিলেন স্টার্কের বাবা পল স্টার্ক।
আরও পড়ুন: স্টার্কের ১৪০ কিমি বেগে বল, দু’টুকরো হয়ে গেল রুটের বক্স
গত রবিবার ম্য়াঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে স্টার্ক একটিই উইকেট পান। তিনি জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউ করে দেন। ঠিক তখনই প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া মহিলা দলের হয়ে অ্যান্টিগায় ব্য়াট হাতে ঝড় তুলছিলেন হিলি। চলতি দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে হিলি ১৫০-এর গড়ে ৪৩ বলে ঝোড়ো ৫৮ রান করেন।