বিশ্বক্রিকেটের অন্যতম সেরা তারকা তিনি। সীমিত ওভারের ক্রিকেট তো বটেই টেস্টেও স্টার্কের গুরুত্ব প্রশ্নাতীত। আইপিএলে নিলামে অংশ নিলে স্টার্ক যে সমস্ত ফ্র্যাঞ্চাইজির নজরে থাকতেন, তা নিয়ে সন্দেহ নেই। তবে ক্রিকেটারের জীবন বদলে দেয় যে লিগ, সেই লিগের নিলাম থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টার্ক।
চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন। তিমি জানিয়ে দিচ্ছেন, পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে পারেন, সেই কারণেই আইপিএলে অংশ নিতে চাইছেন না তিনি। "স্রেফ একটা বাটন ক্লিক করা থেকে দূরে ছিলাম। তবে বাবলের মধ্যে টানা ২২ সপ্তাহ কাটাতে চাইছিলাম না।" বলেছেন তিনি।
আরও পড়ুন: শাস্ত্রীকে সরাসরি সরে যাওয়ার নির্দেশ দেন সৌরভ! বিষ্ফোরক দাবি পাক তারকার
অন্যান্য বিদেশি তারকাদের মত নয়, স্টার্ক আইপিএলে অংশ নিয়েছেন মাত্র ২টি সংস্করণে। দুই সংস্করণে স্টার্ক মোট ৩৪ উইকেট শিকার করেছেন। বোলিং গড় ৭.১৬। স্ট্রাইক রেট ১৭। ভবিষ্যতে যে তিনি আইপিএলে অংশ নিতে পারেন, সেই সম্ভবনা উড়িয়ে দেননি তারকা। তবে তিনি জানাচ্ছেন, আপাতত দেশের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলা এবং পরিবার, স্ত্রী এলিসা হিলির সঙ্গে আরও বেশি সময় কাটানোই তাঁর অগ্রাধিকার।
স্টার্কের বক্তব্য, "আইপিএলে ভবিষ্যতে আমাকে দেখা যেতেই পারে। তবে দেশের হয়ে এই মুহূর্তে যতটা পারব, খেলে যেতে চাই। তাছাড়া এই আট সপ্তাহে বাবল-জীবনের বাইরে পরিবারের সঙ্গে এলিসার সঙ্গে সময় কাটানোরও সুযোগ থাকছে।"
আরও পড়ুন: মেরুদন্ডহীন হয়ে পড়বে ভারতীয় ক্রিকেট! সৌরভদের BCCI-কে তীব্র আক্রমণ শাস্ত্রীর
স্টার্কের মত স্পিডস্টারকে পেতে উন্মুখ ছিল অনেক তারকা ফ্র্যাঞ্চাইজিই। বিশেষ করে নতুন দুই দল লখনৌ এবং আহমেদাবাদ প্রবলভাবে দলে নিতে চাইত অজি তারকাকে। ফেব্রুয়ারির ১২-১৩ তারিখ আইপিএলের নিলাম পর্ব সম্পন্ন হচ্ছে বেঙ্গালুরুতে।
বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএলের স্টেকহোল্ডাররা ভারতেই টুর্নামেন্ট আয়োজনের পক্ষপাতী হলেও ভাইরাস সংক্রমণের পরিস্থিতির কথা বিবেচনা করে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন