ফের নতুন ইতিহাস লিখলেন মিতালি রাজ। শুক্রবার ইন্ডিয়ান ক্যাপ্টেনের মুকুটে যুক্ত হলো নতুন পালক। বাইশ গজের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মিতালি ২০০টি আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচ খেললেন। ৩৫ বছরের যোধপুরের বাসিন্দা এই মাইলস্টোন স্পর্শ করলেন ভারত-নিউজিল্যান্ড চলতি সিরিজের তৃতীয় ওয়ান-ডে ম্যাচে। এদিন হ্যামিলটনের সেডান পার্কে টস করার সময়ই মিতালি ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন।
It's a special game for captain @M_Raj03 as she becomes the first woman to play 200 ODIs. Stay tuned for 2nd innings. New Zealand need 150 to win. #NZvINDhttps://t.co/0pWWx7ZWRr pic.twitter.com/xJZFPAduyJ
— BCCI Women (@BCCIWomen) February 1, 2019
মিতালি ইতিমধ্যেই পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মহিলা ক্রিকেটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন। গত বছর এপ্রিলে ইংল্যান্ডের বিরুদ্ধে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ ওয়ান-ডে সিরিজে এই নজির গড়েন তিনি। মিতালি ছাপিয়ে গিয়েছিলেন প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন শার্লট এডওয়ার্ডসকে। উনি ১৯ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ১৯১টি ওয়ান-ডে ম্যাচ খেলেছিলেন।
আরও পড়ুন: মিতালির মুকুটে নয়া পালক, সবচেয়ে বেশি ওয়ান-ডে ম্য়াচ খেললেন তিনি
Congratulations on No.200 Skipper - @M_Raj03 #TeamIndia ???????? pic.twitter.com/oxCWRp4qGO
— BCCI Women (@BCCIWomen) February 1, 2019
এদিন মাঠে নামার আগে মিতালি দলের সঙ্গে একটি বিশেষ কেক কেটে ঐতিহাসিক মুহূর্তটা স্পরণীয় করে রাখেন। বিসিসিআই সেই ছবি টুইট করেছে। মিতালি ১৯৯৯-র জুন মাসে দেশের জার্সিতে অভিষেক করেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেখানে তিনি অপরাজিত ১১৪ রান করে দলকে ১৬১ রানে জিতিয়েছিলেন। ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে এই ব্যাটসউইমেন ওয়ান-ডে ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার। ৬৬২২ রান করেছেন তিনি। ভারতকে ১২৩বার নেতৃত্ব দিয়েছেন তিনি। মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে এই কৃতিত্ব আর কারোরই নেই। মিতালির পরেই এডওয়ার্ডস। যিনি ইংল্যান্ডকে ১১৭ বার নেতৃত্ব দিয়েছিলেন। মিতালি তাঁর কেরিয়ারে সাতটি সেঞ্চুরি ও ৫২টি অর্ধ-শতরান করেছেন। এই ফর্ম্যাটে সবচেয়ে ফিফটি প্লাস রানও তাঁর আছে।
এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচই ছিল সিরিজের শেষ। ইতিমধ্যেই মিতালির ভারত ২-০ সিরিজ ছিনিয়ে নিয়েছে। কিন্তু শেষ ম্যাচে মুখরক্ষা হল না ভারতের। আট উইকেটে হারতে হয়েছে তাদের। জীবনের ২০০ নম্বর ম্যাচে মিতালিকে ৯ রানেই ফিরতে হয়েছে। এদিন টস হেরে ভারত ব্যাট করতে নামে। ৪৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় মিতালি অ্যান্ড কোং। জবাবে নিউজিল্যান্ড ২৯.২ ওভারে দু'উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।