/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/Mohammad-Nabi.jpg)
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মহম্মদ নবি (টুইটার)
বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট খেলেই অবসরের পথে হাঁটছেন মহম্মদ নবি। রবিবারেই বাংলাদেশ বনাম আফগানিস্তানের টেস্টের পঞ্চম দিন। অর্থাৎ সোমবার থেকেই অবসরের গোলার্ধে চলে যাচ্ছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক। টেস্ট থেকে সরে দাঁড়ালেও অবশ্য বাকি দুই ফর্ম্যাটের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলাকালীনই নিজের অবসর ঘোষণা করে দিলেন নবি। আফগানিস্তানের জার্সিতে এখনও পর্যন্ত তিনটে টেস্টেই অংশ নিয়েছেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে মহম্মদ নবিকে বলতে শোনা যাচ্ছে, "ক্রিকেটের তিন ধরনের মধ্যে টেস্টই সবথেকে গুরুত্বপূর্ণ ফর্ম্যাট। শেষ ১৮ বছর ধরে দেশের ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলাম। আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস এনে দেওয়াটা স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্নই এখন বাস্তব।" পাশাপাশি তিনি বলেছেন, "বছরে এখন আমাদের ১টা থেকে ২টো টেস্ট খেলতে হয়। আমি চাই, আমার পরিবর্তে কোনও তরুণ ক্রিকেটার খেলুক। ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো থেকে নতুন ক্রিকেটার উঠে আসছে। ভবিষ্যতের কথা ভেবে ওঁরা যাতে জাতীয় দলে খেলতে পারে, সেই সাহায্য করতে চাই।"
Experienced all-rounder @MohammadNabi007 announced his retirement from Test cricket confirming that the ongoing one-off match against @BCBtigers will be his last in the longest format.
Find out more in the video below.#AFGvBAN@Farhan_YusEfzaipic.twitter.com/rkLbTxBwTH
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 7, 2019
আরও পড়ুন আফগানিস্তানের প্রথম টেস্ট-শতরান রহমত শাহের, বাংলাদেশের বিপক্ষে নজির
টস করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে রশিদ খান
আফগানিস্তান ক্রিকেটের সাম্প্রতিক উত্থানে মহম্মদ নবি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চলতি বছরের মার্চেই দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশকে প্রথম টেস্ট জিততে সাহায্য করেছেন নবি। টেস্ট খেলার পাশাপাশি ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফর্ম্যাটেও দেশের জার্সিতে নিয়মিত তিনি। বিগ ব্যাশ, আইপিএল সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন তিনি। সেই কথা জানিয়ে নবি বলেছেন, "আফগানিস্তানের জার্সিতে যতদিন সম্ভব ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলে যাব।"
আফগানিস্তানের জার্সিতে ১২১টি ওয়ানডেতে অংশ নিয়ে নবি ২৬৯৯ রান করেছেন। পাশাপাশি ১২৮টি উইকেটও দখল করেছেন। ৬৮টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে নবির সংগ্রহে ১১৬১ রান। সর্বোচ্চ রান ৬৮। ক্রিকেটের স্বল্পতম ফর্ম্যাটে ৬৯টি উইকেটও দখল করেছেন তিনি।
Read the full article in ENGLISH
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us