/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/Mohammad-Shahzad.jpg)
টি-টেন লিগ দেখল আফগান আগুন, ১৬ বলে ৭৪ করলেন মহম্মদ শাহজাদ (ছবি টুইটার)
মরুশহর শারজায় আগুন জ্বাললেন মহম্মদ শাহজাদ। আফগানিস্তানের এই স্টার ক্রিকেটার ১৬ বল খেলে ৭৪ রানে অপরাজিত থাকলেন। সোমবার ডজন বলে পৌঁছে গিয়েছিলেন হাফ-সেঞ্চুরিতে। শাহজাদের ব্যাটে ভর করেই সিন্ধিদের দশ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের অভিষেক ম্যাচ জিতে নেয় রাজপুত।
Few cricketers have achieved what Mohammad Shahzad has done tonight.????
Records tumbled, crashed and burned while he went about setting new ones. ????????#T10Leaguepic.twitter.com/VgmDp9lS3Q
— T10 League (@T10League) November 21, 2018
এদিন শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্র্যান্ডন ম্যাকালামের রাজপুত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শেন ওয়াটসনের ২০ বলে ৪২ রানের ইনিংসের নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ৯৪ রান তোলে সিন্ধিরা। রাজপুতের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন শাহজাদ ও ম্যাকালাম। এদিন ম্যাকালাম প্রায় নীরব দর্শকের ভূমিকাতেই ছিলেন। আট বলে ২১ রান করা প্রাক্তন নিউজিল্যান্ডের ক্রিকেটার শুধু দেখে গেলেন তাঁর ওপেনিং পার্টনারকে।
The Man of the Moment, Mohammad Shahzad shares his thoughts on a day where he was at his destructive best and find out what was the secret to his success tonight? ????#T10Leaguepic.twitter.com/KcvsrIEuKh
— T10 League (@T10League) November 21, 2018
আরও পড়ুন: সানিয়া বলেছিলেন খেলতে, শোয়েব বললেন না
মাত্র ১৬ মিনিটে খেলা শেষ করে দিলেন ম্যাকালাম-শাহজাদ। দু’জন মিলে ফেস করলেন ২৪টি বল। এর মধ্যে থেকে শেহজাদ খেলেলন ১৬টি বল। শেহজাদের রান ক্রমানুসারে সাজালে দাঁড়াবে ১ ৪ ৬ ৪ ৪ ৬ ১ ৬ ৬ ৪ ৬ ৪ ৪ ৬ ৬ ৬ ৬। দু’টি সিঙ্গল, হাফ ডজন চার ও আটটি ছয় এসেছে শাহজাদের হাত থেকে। টি টেন লিগে শাহজাদের রানই সর্বোচ্চ। এমনকি রাজপুতের গোটা ইনিংসে মাত্র একটি ডট ছিল।
গতবছর থেকেই শুরু হয়েছে টি-১০ লিগ। এ বছর আট দলের লড়াই শুরু হয়েছে গতকাল থেকে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। গতবারের চ্যাম্পিয়ন কেরালা নাইটস ছাড়াও খেলছে পাঞ্জাবি লেডেন্ডস, রাজপুত, সিন্ধি, মারাঠা অ্যারাবিয়ান্স, পাখতুনস, বেঙ্গল টাইগার্স ও নর্দান ওয়ারিয়র্স।