/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/jpeg-2.jpg)
সব রকমের ক্রিকেট থেকে নির্বাসিত হলেন মহম্মদ শাহজাদ
সব রকমের ক্রিকেট থেকে এক বছরের জন্য় নির্বাসিত হলেন মহম্মদ শাহজাদ। আফগানিস্থান ক্রিকেট বোর্ডের (এসিবি) শৃঙ্খলা ভেঙে এই শাস্তির মুখে পড়েছেন মারকুটে ব্য়াটসম্য়ান ও উইকেটরক্ষক। রবিবার এমনটাই টুইট করে জানিয়েছে এসিবি।
Afghanistan Cricket Board’s discipline committee has suspended @MShahzad077 from participating in any form of Cricket for a period of one year after he was found in breach of ACB’s code of conduct.
Read more: https://t.co/geh5tFoAEHpic.twitter.com/uI5aqXqT1i
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 18, 2019
অতীতেও শাহজাদ সাময়িক ভাবে নির্বাসিত হয়েছিলেন এসিবি-র কোড অফ কনডাক্ট অমান্য় করায়। কিন্তু এবার শাহজাদের শাস্তির মেয়াদ ঠিক করল এসিবি। আফগানিস্থানের ক্রিকেট বোর্ড বিবৃতি মারফত জানিয়েছে যে, শাহজাদ বোর্ডের নীতির তোয়াক্কা না-করেই একাধিকবার দেশের বাইরে গিয়েছেন প্র্য়াকটিস এবং ট্রেনিংয়ের জন্য়। কিন্তু এসিবি-র দাবি তাদের দেশে ট্রেনিং এবং প্র্য়াকটিসের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। ফলে কোনও আফগান ক্রিকেটারকে এই কারণে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আর এরকমটা করার জন্য় বোর্ডের অনুমতি নেওয়া প্রয়োজন। সেটা শাহজাদ নেননি।
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরলেন, কাঁদতে কাঁদতে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মহম্মদ
পাকিস্তানের পেশওয়ারের বাসিন্দা শাহজাদ। বিশ্বকাপের মাঝেই কাঁদতে কাঁদতে দেশে ফিরেছিলেন তিনি। আফগান বোর্ডের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। আফগান বোর্ডের দাবি ছিল যে চোটের কারণেই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু চোখের জলে ভিডিও করে মহম্মদ জানিয়েছিলেন যে, তিনি পুরোপুরি ফিট থাকা সত্বেও তাঁকে জোর করে দল থেকে বাদ দেওয়া হয়েছে।