Mohammed Shami: ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) মহম্মদ সামির গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনি কার্যত একাই বিপক্ষ ব্যাটারদের শুইয়ে দিয়েছিলেন। চোটের কারণে ২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। তবে ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি যে একাধিক সাফল্য অর্জন করেছেন, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। কিন্তু, এমন একজন ভারতীয় ক্রিকেটারের ধর্ম নিয়েও একাধিকবার অভিযোগ উঠেছে। তবে একটি ইন্টারভিউয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন তিনি।
চলতি বছর চ্য়াম্পিয়ন্স ট্রফি চলাকালীনও সামির ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আসলে, এই টুর্নামেন্ট যখন আয়োজন করা হয়, সেইসময় মুসলিমদের রমজান মাস চলছিল। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ চলাকালীন সামিকে জলপান করতে দেখা যায়। এই বিষয়টি নিয়ে যথেষ্ট জলঘোলাও হয়েছিল।
Md Shami's daughter: 'শরিয়ত বিরোধী', শামির মেয়ের হোলি খেলায় চটে লাল মৌলানা
নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মহম্মদ সামি বলেছিলেন, 'প্রত্যেক ধর্মেই ৪-৫ জন এমন মানুষ রয়েছে, যাঁরা স্পষ্ট কথা স্পষ্টভাবে শুনতে একেবারে পছন্দ করেন না। যদিও এই ব্যাপারে আমার কোনও আপত্তি নেই। যেমন, আমার সাজদা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। যদি আজ আপনার মন্দির গড়ে ওঠে, তাহলে জয় শ্রী রাম বলতে অসুবিধা কোথায়? একবার নয়, হাজারবার বলতে পারেন।'
Shahid Afridi: পাকিস্তানের জনতার হাতেই আক্রান্ত আফ্রিদি, এয়ারপোর্টে বেধড়ক মারধর, Video Viral
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ঠিক তেমনই আমি যদি আল্লাহ আকবর বলতে চাই, তাহলে সেটাও হাজারবার বলব। এরমধ্যে কোনও অসুবিধে আছে বলে তো আমি মনে করি না। কিন্তু, এটা নিয়েও যদি কেউ ভেদাভেদ করতে চায়, তাহলে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।' মহম্মদ সামির এই মন্তব্যকে সমর্থকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। যেভাবে তিনি বুক ফুলিয়ে এই কথাগুলো বলেছিলেন, তা সকলেরই ভাল লেগেছিল।
ইসলাম গ্রহণের জন্য ভয়ঙ্কর চাপ দিত! আফ্রিদির মুখোশ খুলে দিয়ে বিস্ফোরক 'হিন্দু' কানেরিয়া, দেখুন ভিডিও
অর্জুন পুরস্কার পেয়েছিলেন মহম্মদ সামি
সম্প্রতি মহম্মদ সামির হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্সের কথা মাথায় রেখেই ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ বিশ্বকাপে মহম্মদ সামি দুর্দান্ত বল করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি সর্বাধিক ২৪ উইকেট শিকার করেন। যদিও ভারতীয় ক্রিকেট দল এই বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে যায়।