Advertisment

Mohammed Shami: হাজার বার বলো জয় শ্রী রাম! ধর্মান্ধদের একহাত নিয়ে রামের জয়গান শামির গলায়

Mohammed Shami on chanting Jai Shri Ram : ৩৩ বছরের তারকা নভেম্বরে বিশ্বকাপের পর আর মাঠে নামেননি। চোট সারিয়ে উঠতে ব্যস্ত। তিনি সাক্ষাৎকারে একহাত নিলেন সেই ব্যক্তিদেরও যাঁরা অভিযোগ করেছিলেন শামি মাঠে সাজদা করতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami, Ram temple, Jai shri ram

Mohammed Shami: ধর্মীয় ইস্যু নিয়ে মুখ খুললেন শামি (টুইটার)

Mohammed Shami on religious issues: একই সঙ্গে 'আল্লাহ হু আকবর' ও যেমন বলা যায়, তেমন একই কন্ঠে উচ্চারিত হতে পারে 'জয় শ্রী রাম' শব্দবন্ধনী। এতে দোষের কিছু নেই। বলছেন মহম্মদ শামি। নিউজ-১৮'এর এক সাক্ষাৎকারে তারকা পেসার বলে দিয়েছেন, "প্রত্যেক ধর্মেই ৫-১০ জন ব্যক্তি থাকেন, যাঁরা ভিন্নধর্মী ব্যক্তিদের পছন্দ করেন না। এতে আমার কোনও সমস্যা নেই।"

Advertisment

৩৩ বছরের তারকা নভেম্বরে বিশ্বকাপের পর আর মাঠে নামেননি। চোট সারিয়ে উঠতে ব্যস্ত এখনও। তিনি সাক্ষাৎকারে একহাত নিয়েছেন সেই ব্যক্তিদেরও যাঁরা অভিযোগ করেছিলেন শামি মাঠে সাজদা করতে পারেননি। শ্রীলঙ্কা ম্যাচের সেই ঘটনার নিয়ে স্পিডস্টারের বক্তব্য, "আরে, সেজদা বিষয়টি হঠাৎ কীভাবে উঠে এল, সেটাই তো বুঝতে পারলাম না। রাম মন্দির তৈরি হলে, জয় শ্রীরাম বলতে বাধা কোথায়? হাজার বার বলো জয় শ্রী রাম। আমার যদি আল্লাহ-র কাছে প্রার্থনা করার ইচ্ছা হয় আমি হাজার বার বলব। কী ফারাক হবে এতে?"

নিজের ইউটিউব চ্যানেলে এর আগে শামি ব্যাখ্যা করেছিলেন, মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছিলেন ক্লান্তির জন্য। সাজদা করার জন্য নয়। তাঁর বক্তব্য ছিল, "সেই ম্যাচে আমি ২০০ শতাংশ দিয়ে বোলিং করেছিলাম। খুব দ্রুত উইকেট পড়ছিল। তিন উইকেট নেওয়ার পর ভেবেছিলাম পাঁচ উইকেট নিতে হবে। বহুবার ব্যাটারদের ব্যাট পরাস্ত করলেও উইকেট পাচ্ছিলাম না। সেই কারণেই ক্লান্ত হয়ে পারছিলাম। পুরো ছন্দে বোলিং করছিলাম। তাই পাঁচ উইকেট নেওয়ার পর মাটিতে বসে পড়ি হাঁটু গেড়ে। এতে অন্য অর্থ বের করে ফেলেছে কয়েকজন। যারা এভাবে কোনওকিছুর ভুল ব্যাখ্যা করেন, তাদের আর কোনও কাজ নেই।”

আরও পড়ুন: ইসলাম ধর্মে শ্রদ্ধাশীল স্টোকস! বড় দাবি ইংরেজ স্পিনার রেহান আহমেদের

২৪ উইকেট নিয়ে শামি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। সমস্ত বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে বলছেন, "আমি কাউকে ভয় পাইনা। আমি যদি সত্যি সত্যি প্রার্থনা করতে চাইতাম, কে আটকাত আমাকে? আমি তো কাউকে প্রার্থনা করা থেকে বিরত করি না। যদি আমি প্রার্থনা করতে চাই, অবশ্যই করব। এতে সমস্যা কোথায়? আমি গর্বের সঙ্গে বলি আমি মুসলিম, আমি গর্বিত যে আমি ভারতীয়। সবসময় ধর্মের আগে দেশ আমার কাছে প্রাধান্য পাবে। এতে যদি কারোর সমস্যা হয় আমি নিরুপায়।"

"প্রার্থনা করার জন্যও যদি কারোর অনুমতি প্রয়োজন হয়, তাহলে এই দেশে থাকব কেন! এই আগে কি কখনও পাঁচ উইকেট নেওয়ার পর প্রার্থনা করেছি? আমি বহুবার পাঁচ উইকেট নিয়েছি। আপনি আমাকে বলুন কোথায় প্রার্থনা করতে হবে। আমি সেখানে গিয়ে প্রার্থনা করব।” এজেন্ডা আজ তক-এ জানিয়েছিলেন সুপারস্টার।

Ayodhya Ram Temple Jai Sri Ram Ram Mandir Ram Temple Mohammed Shami
Advertisment