Mohammed Shami Hasin Jahan controversy: মহম্মদ শামির অর্জুন পুরস্কারপ্রাপ্তি নিয়ে ভয়ংকর অভিযোগ তুললেন তাঁর বিচারবিভাগীয় বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান। হাসিনের সঙ্গে বর্তমানে শামির ডিভোর্সের মামলা চলছে। শুধু শামির বিরুদ্ধেই নয়, 'প্রিন্স অফ ক্যালকাটা' তথা ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কেও ভয়ংকর অভিযোগ এনেছেন হাসিন জাহান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে হাসিন সরাসরি অভিযোগের সুরে জানিয়েছেন, মহম্মদ শামি তাঁর জীবন নষ্ট করে দিয়েছে। তারপরও সৌরভ গঙ্গোপাধ্যায় সমর্থন করছেন শামিকে। এই ব্যাপারে হাসিন বলেন, "সমস্ত নেতা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত লোকেরা সরাসরি শামিকে সমর্থন করছে। শামি আমাদের জীবনটাকে নষ্ট করে দিল। সবাই জানে শামি কী করেছে। তারপরও যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায় সাপোর্ট করেছে, সেই কারণে সব রাজনৈতিক নেতারাও ওঁকে সাপোর্ট করছে। ওঁকে উত্তরপ্রদেশ থেকে ডেকে ববি হাকিম সম্মান দিচ্ছে, এসব চলছে!"
হাসিনের অভিযোগ, "সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত বাঙালি বুদ্ধি ব্যবহার করছে শামি। সবার সঙ্গেই হাত মিলিয়ে থাকছে। শামির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। ওঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। সেখানে ও জামিন নিয়ে ঘুরছে। তারপরও ওকে নাকি অর্জুন পুরস্কার দিয়েছে। ও (শামি) কোটি টাকা পার্টি ফান্ডে দিয়েছে। ওকেও অর্জুন পুরস্কার দিয়েছে। অ্যাওয়ার্ড বিক্রি করেছে। আমাদের দেশে সবকিছু হয়। ও (শামি) পার্টি ফান্ডে টাকা দিয়েছে। আর, রামপুরের জনপ্রতিনিধি আকাশ সাক্সেনা ওর হয়ে সুপারিশ করেছে।"
আরজি কর-কাণ্ডে অন্যান্য সেলিব্রিটিদের প্রতিবাদে দেখা গেলেও মডেলকন্যা হাসিন রাস্তায় নেমে প্রতিবাদের পথে হাঁটতে নারাজ। বরং, সোশ্যাল মিডিয়াতেই তিনি নিজের প্রতিবাদ জারি রেখেছেন। হাসিনের কথায়, "আমি যা পারছি, ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করছি। ওরা কখন ব়্যালি করছে, কখন নামছে, সেখবর তো আমি পাচ্ছি না। কিন্তু, আমি আরজি কর আন্দোলনের সমর্থক। ক্ষমতা থাকলে আমি দাঁড়িয়ে অপরাধীকে গুলি করে দিতাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নই। কিন্তু, আমি একা মহিলা। একা ছোট বাচ্চা নিয়ে থাকি, সেই জন্য। অনেকে বলছে, আরজি করের সঙ্গে নাকি রাজনৈতিক নেতারা সব যুক্ত। এর কোনও প্রমাণ নেই। কিন্তু, লোকে তো বলছে।"
শামি তাঁকে খোরপোষের টাকা দেয় বলেই হাসিন জাহান জানিয়েছেন। তিনি বলেন, "প্রথমে বদমাইশি করত। দু'মাস, তিন মাস দিত না। তারপর কোন তারিখে দেবে না দেবে, তার ঠিক ছিল না। আদালত বলে দেওয়ার পর ১০ তারিখেই খোরপোষের টাকাটা দেয়। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত, কোনওদিন ও মেয়ের সঙ্গে দেখাও করতে চায়নি। মেয়েকে একটা ফোন করেনি। যতবার ফোন গেছে, আমার ফোন থেকেই গেছে। তারপর বলে দিয়েছিল, ব্যস্ত থাকি। আমাকে কল করবে না। মেয়ের বার্থডে-তে কোনও গিফট পাঠাল না, কিচ্ছু না। এই বার্থ ডে-তেও কোনও গিফট পাঠায়নি।"
আরও পড়ুন- বাবরের থেকে শতগুনে ভালো মুশফিক! বাংলাদেশের কাছে হারের পর পাক তারকাকে লজ্জায় ভাসাল ক্রিকেটবিশ্ব
তাঁর মেয়ে আইরা ওরফে বেরোর প্রতি শামি কোনও কর্তব্যই পালন করেন না, এই অভিযোগ জানিয়ে হাসিন জাহান বলেছেন, "মেয়ের কোনও খোঁজ শামি নেয় না। কলকাতায় এসেছিল, বারবার বলার পর মেয়েকে নিয়ে গিয়েছিল। মেয়েকে গিটার কিনে দেওয়ার আবদার করেছিল। সেসব কিছুই দেয়নি। পরে, তিন হাজার টাকা দামের একটা গিটার কিনে পাঠিয়েছে। শামির মত একজন আন্তর্জাতিক ক্রিকেটারের মেয়ে নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে, সেখানেই পড়ে। তিন চাকার ভ্যানে স্কুলে যায়। শামি ফিরে দেখতেও আসে না।"
হাসিনের অভিযোগের প্রেক্ষিতে মহম্মদ শামির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে। তবে প্রতিক্রিয়া মেলেনি।