Advertisment

Mohammed Shami: ভবিষ্যতের জন্য কিছু জ্ঞান বাঁচিয়ে রাখো! মঞ্জরেকরকে প্রকাশ্যেই শুঁটিয়ে লাল করা অপমান শামির

Mohammed Shami Troll Sanjay Manjrekar: মঞ্জরেকরের বাণী শুনেই তেড়ে গেলেন শামি, ধুয়ে দিলেন সকলের সামনে, আইপিএল নিলাম নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami, Sanjay Manjrekar, মহম্মদ শামি, সঞ্জয় মঞ্জরেকর

Mohammed Shami-Sanjay Manjrekar: সঞ্জয় মঞ্জরেকরের আইপিএল নিলামের ভবিষ্যদ্বাণী নিয়ে মহম্মদ শামি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিয়েছেন। (বিসিসিআই)

Mohammed Shami Blasts Sanjay Manjrekar Over IPL Auction Prediction: আইপিএল নিলামের প্রাইস ট্যাগ নিয়ে ভবিষ্যদ্বাণী করায় প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহম্মদ শামি। তিনি মঞ্জরেকরের উদ্দেশ্যে বলেছেন, 'আপনার ভবিষ্যতের জন্য কিছুটা জ্ঞান সঞ্চয় করে রাখুন।' এর আগে সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন যে আসন্ন নিলামে, গুজরাট টাইটানসের প্রাক্তন বোলার 'চোট পাওয়া' শামির দাম ব্যাপক কমতে পারে।  

Advertisment

গুজরাট টাইটানস তাঁকে ছেড়ে দিয়েছে। তার মধ্যেই আইপিএলের মেগা নিলামের আসর বসছে ২৪ এবং ২৫ নভেম্বর, সৌদি আরবের জেড্ডায়। হাঁটুর চোটে একবছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা শামি গত সপ্তাহেই ২২ গজে ফিরেছেন। ৩৪ বছর বয়সি পেসার বাংলাকে সাত উইকেটে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয় এনে দিয়েছেন। কিন্তু, তারপরও তাঁর চোট-আঘাত সম্পর্কে নিশ্চিত হতে চায় টিম ইন্ডিয়া। আর, এই কারণে টিম ম্যানেজমেন্ট শামিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফরে নেয়নি।

এই পরিস্থিতিতেই শামির আইপিএল নিলামের স্টক বিশ্লেষণ করে মঞ্জরেকর বলেছিলেন যে চোটপ্রবণ পেসারের দামে 'বিশাল পতন' ঘটতে পারে। এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেছেন, 'ওঁর প্রতি দলগুলোর অবশ্যই যথেষ্ট আগ্রহ আছে। কিন্তু শামির ইনজুরির ইতিহাসের জেরে আর সাম্প্রতিক সময়ে ইনজুরি কাটিয়ে তাঁর ফিরে আসার জন্য যে সময় লেগেছে, তা নিয়ে সকলেই উদ্বিগ্ন। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ওঁর পিছনে প্রচুর বিনিয়োগ করে এবং মরশুমের মাঝপথেই ওঁকে হারায়, তাহলে তাঁদের করার কিছু থাকবে না। এই উদ্বেগের কারণেই শামির দাম কমে যেতে পারে।'

শামি ইনস্টাগ্রামে মঞ্জরেকরকে জবাব দিয়ে লিখেছেন, 'বাবার জয় হোক! কিছুটা জ্ঞান ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন, তা কাজে আসবে সঞ্জয়জি। কারও ভবিষ্যৎ জানতে হলে, স্যারের সঙ্গে দেখা করুন।' 
২০২২ সালে ৬.২৫ কোটি টাকার বিনিময়ে শামি গুজরাটে যোগ দেন। গুজরাটের হয়ে তিনি ৩৩ ম্যাচে ৪৮ উইকেট নিয়েছিলেন। শামি ২০২৩ মরশুমে পার্পল ক্যাপ পেয়েছিলেন। ১৭ ইনিংসে ১৮.৬৪ গড়ে এবং ৮.০৩ ইকোনমি রেটে তিনি ২৮ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন- ওয়ার্নারের জায়গায় এই তারকা! ভারতের ১১-য় একসঙ্গে জোড়া অভিষেক! দুই দলই নামাচ্ছে সেরার সেরা একাদশ

শামি বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের দ্বিতীয়ার্ধে টেস্টে সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে বাংলার হয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার প্রস্তুতি নিচ্ছেন। এই পরিস্থিতিতে মঞ্জরেকরের মন্তব্য যে তিনি মোটেই ভালোভাবে নেননি, তা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা, আইপিএল নিলাম এখন ঘাড়ে শ্বাস ফেলছে। স্বভাবতই তার আগে মঞ্জরেকরের এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বাংলার এই ক্রিকেটার।

IPL Sanjay Manjrekar Cricket News ipl auction Mohammed Shami Indian Cricket Team
Advertisment