Advertisment

শামিকে নিয়ে ব্যাপক দুঃসংবাদ, বহুদিনের জন্য নেই তিনি

বিরাট-শামির অনুপস্থিতিতে ভারতকে দ্বিতীয় টেস্টে এখন নিজেদের সেরাটা মেলে ধরতে হবে। ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি না থাকায় চাপ সামাল দিতে হবে একা বুমরাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহম্মদ শামিকে নিয়ে আরো বড় দুঃসংবাদ। শুধু অস্ট্রেলিয়া সফরই নয়, ইংল্যান্ড সিরিজেও অনিশ্চিত তারকা পেসার। এমনটাই জানা গেল বোর্ড সূত্রে।

Advertisment

এডিলেডে দিন রাতের টেস্ট চলাকালীন দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের বাউন্সারে মারাত্মক চোট পান শামি। কনুইয়ে আছড়ে পড়ে বাউন্সার। সেইসময় ভারত ৩৬/৯। সেই ইনিংস আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শামিও ছিটকে যান চলতি টেস্ট সিরিজ থেকে।

আরো পড়ুন: শামির জন্য অজি ক্রিকেটে ডামাডোল, প্রকাশ্যেই চ্যাপেলকে ধুয়ে দিলেন স্মিথ

স্বামীর প্রস্থানের সঙ্গেই ভারতকে নাড়িয়ে দেয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেশের সর্বনিম্ন স্কোর। পিতৃত্বকালীন ছুটিতে বিরাট কোহলি দেশে ফিরছেন প্রথম টেস্টের পরেই। আর শামিও সেইসঙ্গে দেশে চলে এলেন বুধবার।

চলতি অজি সিরিজের পরেই ভারত দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ আয়োজন করবে। চারটে টেস্টের পাশাপাশি তিনটে ওডিআই এবং পাঁচটি টি২০ ম্যাচ খেলবে দুই দেশ।

পিটিআইকে বোর্ডের এক কর্তা জানিয়ে দিয়েছেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শামি খেলতে পারবে না। কারণ পুরোপুরি বিশ্রাম ও রিহ্যাব মিলিয়ে ছয় সপ্তাহ লাগবে। হাতের প্লাস্টার খুলে নেওয়া হলেই এনসিএ-তে রিহ্যাব করবে ও।"

এডিলেডে প্রথম ইনিংসে বল হাতে নজর কেড়েছিলেন তিনি। উইকেট না পেলেও বুমরা, অশ্বিন, উমেশদের পার্টনার হিসাবে ক্রিজের অন্যপ্রান্ত থেকে নিয়মিত চাপ বজায় রেখেছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য চোটের কারণে বল করার সুযোগ হয়নি তাঁর।

বিরাট-শামির অনুপস্থিতিতে ভারতকে দ্বিতীয় টেস্টে এখন নিজেদের সেরাটা মেলে ধরতে হবে। ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি না থাকায় চাপ সামাল দিতে হবে একা বুমরাকে। শামির পরিবর্ত সম্ভবত হতে চলেছেন মহম্মদ সিরাজ। ব্যাটিংয়েও কোহলির অনুপস্থিতিতে ভারত কতটা লড়াই ছুড়ে দিতে পারে, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Mohammed Shami
Advertisment