Mohammed Shami injury ahead of India vs Australia: গত বছর একদিনের বিশ্বকাপ ক্রিকেটে খেলার পর থেকেই তিনি চোটের জন্য মাঠের বাইরে। তারপর থেকে ফের ২২ গজে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়া সফরে তিনি দলে ফিরতে পারেন। অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে শামির মত পেসারকে অস্ট্রেলিয়ার পিচে ভারতের বেশি করে দরকারও। কিন্তু, এখনও মহম্মদ শামির হাঁটু ফোলা আছে। যার ফলে, তিনি আদৌ অস্ট্রেলিয়া সফরে খেলতে যেতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা।
কী সমস্যা হচ্ছে শামির? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দৌড়তে গেলেই তাঁর ডান হাঁটু নাকি ভিতর থেকে জ্বলেপুড়ে যাচ্ছে। এই সমস্যা কাটাতে না পারলে স্বভাবতই তাঁর অস্ট্রেলিয়া সফরে কোপ পড়তে পারে। ২৪ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সিরিজ। তার অন্তত দিন ১৫ আগে দল ঘোষণা হবে। সেই সময় কন্ডিশনিং ক্যাম্পও চলবে। সেখানে শামিকে ফিট হিসেবে নিজেকে প্রমাণ করতেই হবে। তিনি আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষক এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন। ভারতীয় দলের কোনও খেলোয়াড় ইনজুরি পেলে বা অসুস্থ হয়ে পড়লে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরই দ্বারস্থ হন। শামিও তাই হয়েছেন। সেখানকার বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করছেন তাঁকে জাতীয় দলে ফেরানোর জন্য।
গতবছরের (২০২৩) একদিনের বিশ্বকাপে শামিই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। টুর্নামেন্ট শেষের পরই শুরু হয়েছিল গোড়ালির চোটের সঙ্গে তাঁর লড়াই। অস্ত্রোপচার হয়েছে। আইপিএল খেলতে পারেননি। কয়েক মাস ধরেই নিজের অনুশীলনের ছবিও শেয়ার করছেন। বোঝাতে চাইছেন যে তিনি জাতীয় দলে ফিরতে চান। আর, সেজন্য তাড়াহুড়ো না করার ওপরও নিজেই জোর দিচ্ছেন বলেও জানিয়েছিলেন। তারপরও শামির চোট নিয়ে ধোঁয়াশা কাটছে না। তবে, এতদিন না খেলার পরও তাঁর বোলিং কিন্তু, গুণমুগ্ধদেরকে তাঁর নাম বারবার মনে করাচ্ছে। কানপুর টেস্টের পঞ্চম দিনে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী যেমন টেনে আনেন শামির প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার মত পেস সহায়ক পিচে ভারতীয় দলের শামিকে খুবই দরকার, সেকথাও ধারাভাষ্য চলাকালীন মনে করিয়ে দেন শাস্ত্রী।
কিন্তু, শাস্ত্রীদের মত অনেকেই শামিকে দলে চাইলেও বিসিসিআই সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, 'শামি আবার বোলিং শুরু করেছেন। তিনি শীঘ্রই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চাইছেন। কিন্তু তাঁর হাঁটুর চোট সম্প্রতি বেড়েছে। বিসিসিআই-এর মেডিকেল টিম কতটা চোট আছে দেখছে। মনে হয়, সারতে কিছুটা সময় লাগতে পারে। এটা এনসিএর মেডিকেল টিমের কাছেও একটা বড় ধাক্কা। ওরা একবছরেরও বেশি সময় ধরে শামিকে মাঠে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু, অন্যদের মাঠে ফেরাতে পারলেও শামির ক্ষেত্রেই ব্যাপারটা করে উঠতে পারছে না।'
শামি চেয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরের আগে ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে খেলে নিজেকে যাচাই করে নিতে। সেটা করতে পারলে অস্ট্রেলিয়া সফরের আগে তিনি প্রস্তুতির জন্য হাতে কিছুটা সময়ও পেয়ে যেতেন। কিন্তু, এখনও তাঁর হাঁটুর যা অবস্থা, তাতে নিউজিল্যান্ড সফর দূর। অস্ট্রেলিয়া সফরেও তা সেরে উঠবে কি না, সন্দেহ। পাঁচ টেস্ট ছাড়াও অস্ট্রেলিয়ায় ভারত একটা প্রস্তুতি ম্যাচও খেলবে। শামি না থাকলে জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজরা সিরিজে থাকবেন। একাদশে ঢুকতে পারেন প্রতিশ্রুতিমান আকাশ দীপও।
আরও পড়ুন- বাংলাদেশ ভারতের লেভেলেই নয়! হোয়াইটওয়াশ হতেই সাকিব-শান্তদের নিয়ে বিস্ফোরক বয়ান কোচ হাতুরুর
পাঁচ টেস্ট-এর অস্ট্রেলিয়া সিরিজ বা বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হবে পার্থে। পার্থের পিচ বরাবরই পেসার সহায়ক। চার পেসার নিয়েই সব দল এই পিচে খেলে। সেখানে শামির অভাব ভারতীয় দল যথারীতি অনুভব করবে। তার ওপর আবার চোট থেকে বাঁচাতেই বুমরাহকে পাঁচ টেস্ট-এ খেলানো ভারতীয় দলের কাছে বড় ঝুঁকির ব্যাপার হতে পারে। সিরাজের ব্যাপারেও একই কথা বলা যায়। এই সময় সিনিয়র পেসার হিসেব শামি বড় ভূমিকা নিতে পারতেন। সহকারি পেসারের অবশ্য অভাব হবে না। কারণ যশ দয়াল, আরশদীপ সিং, মুকেশ কুমাররা একাদশে ঢোকার জন্য তৈরি হয়েই বসে আছেন।