T20 World Cup: বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর নামেননি। চোট সারিয়ে বাইশ গজে আর দেখা যায়নি মহম্মদ শামিকে। তারকা পেসারের ফিরতে ফিরতে সেই সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ। এমনটাই আপডেট দিলেন বোর্ডের সচিব জয় শাহ।
এর অর্থ জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় মুলুকে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সিতে পাওয়া যাবে না স্পিডস্টারকে। জয় শাহ জানিয়েছেন, "শামির অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। দেশেও ফিরেছে ও। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে হোম সিরিজে ও প্রত্যাবর্তন করবে। ও এখন এনসিএ-তে রয়েছে। ওখানেই রিহ্যাব সারছে।"
শামি বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন। টি২০ বিশ্বকাপের পাশাপাশি আইপিএলেও খেলতে পারবেন না তারকা। একিলিস টেন্ডনে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এমনকি দু-সপ্তাহ আগে শামি নিজের অস্ত্রোপচারের ঘোষণা করেছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত আরোগ্য কামনা করেছিলেন তারকার।
আরও পড়ুন- টানা দুটো টি২০ সেঞ্চুরি, ৪৮ বলে শতরান! বিধ্বংসী ব্যাটারকে সই করিয়ে ঝড় তুলল নাইটরা
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "দ্রুত তোমার আরোগ্য এবং সুস্থতা কামনা করছি। সাহসের সঙ্গে তুমি তোমার ইনজুরি কাটিয়ে উঠবে, এই বিষয়ে আমি আশাবাদী। এই বিষয় তোমার মধ্যেই রয়েছে।"
প্রত্যুত্তরে শামি আবার লেখেন, "স্বয়ং প্রধানমন্ত্রীর তরফ থেকে ব্যক্তিগত স্তরে আরোগ্য কামনার বার্তা পাওয়া আনন্দের। ওঁর মহানুভবতা এবং মানবিক ব্যবহার আমার কাছে অনেকটা পাওয়া। এই সময়ে আপনার বার্তা এবং পাশে থাকার জন্য মোদি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থতার জন্য আরও কঠোর পরিশ্রম করব। আপনাদের সকলের অবিরাম বার্তার জন্য ধন্যবাদ।"
এদিকে, ইংল্যান্ড সিরিজে না খেলতে পারলেও কেএল রাহুল আইপিএলের আগেই ফিট হয়ে উঠবেন। লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বও দেবেন।