/indian-express-bangla/media/media_files/2025/08/03/mohammed-siraj-2-2025-08-03-21-31-28.jpg)
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ
Mohammed Siraj: আশা করা হয়েছিল, পঞ্চম টেস্ট ম্য়াচটা জিতে টিম ইন্ডিয়া (India vs England) অন্তত জিতে এই সিরিজটা ড্র করতে পারবে। কিন্তু আপাতত যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ভারতীয় ক্রিকেট সমর্থকদের সেই আশা অপূর্ণই থাকবে বলে মনে করা হচ্ছে। লন্ডনের কেনিংটন ওভালে আয়োজিত অন্তিম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) পরাজয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ডের জয়ের জন্য আপাতত ৩৫ রান দরকার। বর্তমানে খারাপ আলোর কারণে এই ম্যাচ বন্ধ রাখা হয়েছে। তবে শুভমানদের এই কঠিন পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের যাবতীয় রাগ টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজের উপর পড়তে শুরু করেছে। তিনি যদি হ্যারি ব্রুকের ক্যাচটা না মিস করতেন, তাহলে এই ম্য়াচের ফলাফল আলাদা হতেই পারত।
পঞ্চম টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৭৪ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। এই রানটা তাড়া করছিলেন ব্রিটিশ ক্রিকেটাররা। ম্যাচের চতুর্থ দিন দুই দলের মধ্যেই রোমাঞ্চকর লড়াই দেখতে পাওয়া গেল। টিম ইন্ডিয়াকে এই ম্য়াচ জিততে হলে ১০ উইকেট (আসলে ৯ উইকেট) শিকার করতে হত। ইতিমধ্যে ইংল্যান্ডের ১৩৭ রানের মধ্যে ৩ উইকেট পড়েও গিয়েছিল। এমন একটি মাহেন্দ্রক্ষণে ভারতের ঝুলিতে আরও একটা উইকেট প্রায় চলেই এসেছিল। কিন্তু ৩৫ ওভারে মহম্মদ সিরাজের ফিল্ডিংয়ে এমন একটি ভুল হয়ে যায়, যা ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষমা করতে পারছেন না।
সত্যিই কি ক্ষমার অযোগ্য ভুল করলেন সিরাজ?
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করছিল, সেইসময় ৩৫তম ওভারে বল করতে আসেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওভারের প্রথম বলটাই তিনি বাউন্সার ডেলিভারি করেছিলেন। আর ব্রুক পুল শট মারতে যান। বলটা ব্রুকের ব্যাটে উপরের কানা লাগে। প্রসিদ্ধ কৃষ্ণা মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছিলেন যে এই উইকেটটা তাঁর ঝুলিতেই আসছে। বলটা সোজা গিয়ে লং লেগে মহম্মদ সিরাজের হাতে জমা পড়ে। কিন্তু, ওই বল তালুবন্দি করার পরই সিরাজ দু'পা পিছিয়ে যান। আর সেকারণে বাউন্ডারি কুশানে তাঁর পা ঠেকে যায়। যে বলটা নিশ্চিত ক্যাচ হচ্ছিল, সেটাই সিক্স হয়ে যায়। আর সেইসঙ্গে গোটা ভারতীয় শিবিরে কার্যত শোকের ছায়া নেমে আসে।
Lifeline for Harry Brook!
— Sportstar (@sportstarweb) August 3, 2025
English batter hits one to fine leg and Siraj, who came back on the field after a break, takes the catch but steps on the boundary#ENGvIND 5th Test 4th Day live⬇️https://t.co/XzsmIcd948pic.twitter.com/59EF4wWNeT
সিরাজের জন্য ক্যাচটা একেবারেই সহজ ছিল। তিনি হেসেখেলে তা ধরেও নেন। কিন্তু, শেষপর্যন্ত শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে বাউন্ডারির বাইরে চলে যান তিনি। শেষপর্যন্ত হ্যারি ব্রুক ১১১ রান করে আউট হলেন। যদিও এবারও ক্যাচ ধরলেন সেই সিরাজই। কিন্তু, ততক্ষণে ভারতীয় ক্রিকেট শিবিরে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। সিরাজের এই ভুলকে কার্যত 'ক্ষমার অযোগ্য' বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ।
IND vs ENG: ৯৩ বছর পর ইংল্যান্ডে ইতিহাস 'স্যর' জাডেজার, কিংবদন্তিকে টেক্কা দিয়ে সব রেকর্ড তছনছ
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে 'কুং ফু পান্ডা' নামের অ্যাকাউন্ট থেকে একটি বিশেষ পোস্ট করা হয়েছে। সেই পোস্টে মহম্মদ সিরাজকে 'গদ্দার' বলে উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, 'ধোঁকাবাজ সরফরাজ এবং সিরাজের কারণে আমরা আরও ২ টেস্ট ম্য়াচ এবং সিরিজ হেরে গেলাম। এখনই দল থেকে এই গদ্দারদের বের করে দেওয়া উচিত।' উল্লেখ্য, এই টেস্ট স্কোয়াডে সরফরাজ খানকে রাখা হয়নি। কিন্তু, তবুও তাঁর নাম কেন ব্যবহার করা হয়েছে, সেই ব্যাপারে কোনও যুক্তি দেওয়া হয়নি। পাশাপাশি টিম ইন্ডিয়াও এখনও পর্যন্ত খাতায়-কলমে এই ম্য়াচ হারেনি। তবে একথা অনস্বীকার্য, সমর্থকদের থেকে এমন কথা একেবারেই কাঙ্খিত নয়। কারণ, খেলায় হারজিত থাকেই। পারফরম্যান্সও ভাল-মন্দয় মিশিয়ে হয়।
Dhokhebaaz Sarfaraz Siraj ki wajah se 2 test match aur series haare. Nikalo gaddar ko team se.
— Kung Fu Panda (@SuperSid1234) August 3, 2025
রেকর্ড সিরাজের
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া প্রশংসনীয় পারফরম্যান্স করেছে। পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে এক অনন্য রেকর্ড কায়েম করেছেন টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ সিরাজ। ভারতীয় বোলারদের মধ্যে এক টেস্ট সিরিজে তিনি দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করলেন। ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে ২০ কিংবা তার বেশি সংখ্যক উইকেট শিকার একমাত্র ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহই করেছেন। ২০২১-২২ মরশুমে তিনি ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে মোট ২৩ উইকেট শিকার করেন। ২০২৫ সালে সিরাজ অলি পোপকে তাঁর ২০ নম্বর শিকার করলেন। এই তালিকায় সিরাজ দ্বিতীয় স্থানে রইলেন।