Ravindra Jadeja breaks 93 year old record: রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) শুধু একজন অলরাউন্ডার নন, বরং ভারতের (Indian Cricket Team) ব্যাটিং অর্ডারে ‘ভরসার আরেক নাম’। যদিও বিদেশের মাটিতে তাঁর ধারাবাহিকতা নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে, তবে চলতি ইংল্যান্ড সফরে (IND vs ENG) তিনি যেন কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন।
লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে আবারও প্রমাণ করলেন, কেন তাঁকে শ্রদ্ধায় ‘স্যর’ বলা হয়। ভারতের দ্বিতীয় ইনিংসে যখন দলের শক্ত ভিতের প্রয়োজন ছিল, তখন আকাশদীপের হাফসেঞ্চুরি ও যশস্বী জয়সোয়ালের শতরানের পর ব্যাট হাতে নামেন জাডেজা এবং ৭৭ বলে ৫৩ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ইনিংসের দৌলতে ভারত পৌঁছে যায় ৩৯৬ রানে এবং ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪।
জাডেজার এই ইনিংসটি ছিল চলতি সিরিজে তাঁর ছয় নম্বর হাফসেঞ্চুরি, যা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে যেকোনও ব্যাটারের সর্বোচ্চ ৫০ প্লাস স্কোরের রেকর্ড। এই পথেই তিনি পিছনে ফেললেন ইংল্যান্ডের কিংবদন্তি গ্রাহাম গুচকে, যিনি ১৯৯০ সালের সিরিজে ভারতের বিরুদ্ধে পাঁচটি হাফসেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন টেস্টে সেরার সেরা জাডেজা-ই, ওভালে নয়া ইতিহাস লিখবেন টিম ইন্ডিয়ার তারকা!
এই ইনিংসের মাধ্যমে জাডেজা চলতি সিরিজে মোট ৫০৩ রান পূর্ণ করলেন, যা ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ। তালিকায় তাঁর আগে রয়েছেন-
- শুভমান গিল (৭৫৪ রান)
- কেএল রাহুল (৫৩২ রান)
৮২তম ওভারে জশ টংকে চার মেরে তাঁর চেনা ‘তলোয়ার চালানো’ উদ্যাপনে মেতে ওঠেন জাডেজা। তবে ৮৪তম ওভারেই আবার টংয়ের বলেই জাডেজার ইনিংস থামে, হ্যারি ব্রুকের হাতে ধরা পড়েন তিনি। জাডেজার আউট হওয়ার পর দ্রুত মহম্মদ সিরাজও ফিরে গেলে ভারত হঠাৎ চাপে পড়ে যায়।
আরও পড়ুন ক্রিকেটার তো নয় যেন যোদ্ধা! জাডেজার অনন্য কীর্তি নিয়ে লাজবাব পোস্ট সহধর্মিনীর
তবে সেই চাপ থেকে দলকে টেনে তোলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, যিনি মাত্র ৪ চারে ও ৪ ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে পৌঁছে দেন মজবুত স্কোরে।
সব মিলিয়ে, এই টেস্টে ভারতের লোয়ার-মিডল অর্ডার ফের বড় পারফর্ম কল, আর তা-ও আবার রবীন্দ্র জাডেজার নেতৃত্বে, ঠিক যেমনটা ভারত আশা করে তাঁর কাছে বিদেশের মাঠে।
আরও পড়ুন সেঞ্চুরি আটকাতে চরম নোংরামি, 'বেহায়া' স্টোকসকে 'অওকাত' দেখিয়ে দিলেন জাডেজা