Mohammed Siraj: আরসিবি-কে ধ্বংস করে কেমন লাগছে? প্রশ্ন শুনেই সিরাজ বললেন...

Mohammed Siraj delivered a match-winning three-wicket haul against RCB. He later shared that playing against his former team was emotional, but he was fully focused once he started bowling. আরসিবির বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন মহম্মদ সিরাজ। ম্যাচের পরে তিনি বলেন, পুরনো দলের বিরুদ্ধে আবেগ নিয়ে খেলেছেন। মাঠে পুরোদমে পারফর্ম করেছেন।

Mohammed Siraj delivered a match-winning three-wicket haul against RCB. He later shared that playing against his former team was emotional, but he was fully focused once he started bowling. আরসিবির বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন মহম্মদ সিরাজ। ম্যাচের পরে তিনি বলেন, পুরনো দলের বিরুদ্ধে আবেগ নিয়ে খেলেছেন। মাঠে পুরোদমে পারফর্ম করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
MD Siraj: বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মহম্মদ সিরাজ

MD Siraj: বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মহম্মদ সিরাজ। (ছবি- আইপিএল)

Mohammed Siraj’s Emotional Yet Fierce Performance Earns Him Player of the Match vs RCB: গুজরাট টাইটানসের পেসার মহম্মদ সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সের ফলে আরসিবি প্রথম ইনিংসে ১৬৯ রানে আটকে যায়। ম্যাচটি, গুজরাট টাইটানস ৮ উইকেটে জিতেছে। সিরাজ ম্যাচের সেরা হয়েছেন।

Advertisment

সাত বছর আরসিবির হয়ে খেলার পর, আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। গুজরাট টাইটানস ১২.৫০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে। তবে, শুরুতে তিনি ছন্দে ছিলেন না। প্রথম দুই ম্যাচে মাত্র দুটি উইকেট পেয়েছেন। আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে নিজের সেরাটা যেন উজাড় করে দিলেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে এটি তাঁর আইপিএল কেরিয়ারে-সেরা বোলিং ফিগার।

ম্যাচের পরে সিরাজ জানান, আরসিবির বিরুদ্ধে খেলা তাঁর কাছে আবেগের এক বিশেষ মুহূর্ত। তবে মাঠে নামার পর তাঁর মাথায় সেসব ছিল না। পুরোপুরি ভালো খেলাই ছিল তাঁর লক্ষ্য। পাশাপাশি, তাঁর সেলিব্রেশন নিয়েও কথা বলেছেন এই পেসার। দাবি করেছেন, তিনি ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনান্ডোর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ভালো পারফরম্যান্সের জন্য ওইভাবে সেলিব্রেশন করেছেন।

সিরাজ ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে বলেন, 'সাত বছর আরসিবিতে খেলার পর এই ম্যাচে আমি ভীষণ আবেগপ্রবণ ছিলাম। কিছুটা নার্ভাস ছিলাম, তবে বল হাতে নেওয়ার পর সম্পূর্ণ ফোকাসড ছিলাম। (সেলিব্রেশন সম্পর্কে) এটি আমার উপস্থিতির বার্তা, আমি প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আমি রোনাল্ডোর ভক্ত!'

Advertisment

সিরাজ আরও জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ায় তিনি প্রস্তুতির জন্য হাতে কিছুটা সময় পেয়েছেন। সেটা তাঁর কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। এই সময় তিনি নিজের বোলিং ও ফিটনেস বাড়ানোর ওপর মনোযোগ দিয়েছিলেন। এই ব্যাপারে গুজরাট টাইটানসের প্রধান কোচ আশিস নেহরা তাঁকে মূল্যবান পরামর্শও দিয়েছেন বলেও সিরাজ জানিয়েছেন।

আরও পড়ুন- হেড না নারিন, কাকে করবেন ক্যাপ্টেন? এক সিদ্ধান্তেই হতে পারেন কোটিপতি

এই ব্যাপারে ভারতের অন্যতম সেরা পেসার বলেন, 'আমি টানা ম্যাচ খেলছিলাম। তাই নিজের ভুলগুলো ধরতে পারছিলাম না। বিরতির সময় নিজের বোলিং ও ফিটনেসের দিকে নজর দিয়েছি। গুজরাটে যোগ দেওয়ার পর আশিস নেহরার সঙ্গে আলোচনা করেছি এবং এখন বল হাত থেকে ভালোভাবে বেরোচ্ছে। উনি আমাকে বলেছিলেন, আমি যেন ম্যাচটা উপভোগ করি ও নিজের মত খেলি। আমি সবসময় আত্মবিশ্বাস রেখে চলতে চাই। এটা একজন বোলারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

cricket Cricket News RCB Indian Premier League (IPL) Mohammed Siraj