KKR vs SRH Dream 11 Prediction: হেড না নারিন, কাকে করবেন ক্যাপ্টেন? এক সিদ্ধান্তেই হতে পারেন কোটিপতি

KKR vs SRH Playing 11 Prediction, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Dream 11 Prediction: এই মরশুমের শুরুটা বেশ ভাল করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু, গত ২ ম্য়াচ হেরে তারা অনেকটা ব্যাকফুটে চলে এসেছে। এই পরিস্থিতিতে তারাও জয়ের সরণীতে ফিরতে চাইবে।

KKR vs SRH Playing 11 Prediction, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Dream 11 Prediction: এই মরশুমের শুরুটা বেশ ভাল করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু, গত ২ ম্য়াচ হেরে তারা অনেকটা ব্যাকফুটে চলে এসেছে। এই পরিস্থিতিতে তারাও জয়ের সরণীতে ফিরতে চাইবে।

author-image
Koushik Biswas
New Update
KKR vs SRH Dream 11

কেমন হতে পারে কলকাতা বনাম হায়দরাবাদ ড্রিম ইলেভেন?

KKR vs SRH Dream 11 Prediction, IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স অজিঙ্কা রাহানের নেতৃত্বে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলছে। কিন্তু, এরমধ্যে তারা একটাই ম্য়াচ জিতেছে। এই পরিস্থিতিতে কেকেআর ব্রিগেড তাদের পরবর্তী ম্য়াচ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলতে নামবে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) কেকেআর ব্রিগেডের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে।

Advertisment

এই মরশুমের শুরুটা বেশ ভাল করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু, গত ২ ম্য়াচ হেরে তারা অনেকটা ব্যাকফুটে চলে এসেছে। এই পরিস্থিতিতে তারাও জয়ের সরণীতে ফিরতে চাইবে। এই ম্য়াচে দুটো দলের স্কোয়াডে যদি তাকানো যায়, তাহলে একাধিক ম্য়াচ উইনার দেখতে পাওয়া যাবে। এই পরিস্থিতি KKR বনাম SRH ম্য়াচে কীভাবে আপনি Dream 11 তৈরি করবেন, আসুন আলোচনা করে নেওয়া যাক। 

Ashwani Kumar: 'শুধু একটা কলা খেয়েছিলাম, কারণ...', KKR-কে কাঁদিয়ে গোপন কথা ফাঁস অশ্বিনীর

তিন-তিন কম্বিনেশন এবং ২ মুখ্য বোলারকে নিতে পারেন আপনার দলে

Advertisment

কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আয়োজিত ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ১৫ নম্বর ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে। এই ম্য়াচে ড্রিম ১১ নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথম একাদশে আপনি তিনজন উইকেটকিপারকে জায়গা দিতে পারেন। দলে রাখতে পারেন কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন এবং ঈশান কিষানকে। এই তিনজনই চলতি মরশুমে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। তবে ঈশান প্রথম ম্য়াচে শতরান করলেও, পরবর্তী ২ ম্যাচে সেভাবে রান করতে পারেননি। কিন্তু, এই ম্য়াচে তিনি ব্যাট হাতে কামব্যাক করতে পারেন।

Rinku Singh KKR: ব্যাটে রানের খরা অব্যাহত, রিঙ্কুকে নিয়ে অযথা মাতামাতি করছে কেকেআর?

অন্যদিকে ব্য়াটিং অপশন হিসেবে আপনি রাখতে পারেন অজিঙ্কা রাহানে, ট্রাভিস হেড এবং অনিকেত বর্মাকে। অলরাউন্ডার হিসেবে আপনি তালিকায় রাখতে পারেন সুনীল নারিন, অভিষেক শর্মা এবং আন্দ্রে রাসেলকে। এরপর ড্রিম ইলেভেনে প্রধান বোলার হিসেবে রাখতে পারেন প্যাট কামিন্স এবং বরুণ চক্রবর্তীকে। এই দলের অধিনায়ক হিসেবে আপনি নির্বাচন করতে পারেন ট্রাভিস হেডকে। পাশাপাশি সহ অধিনায়কের দায়িত্ব তুলে দিতে পারেন সুনীল নারিনকে।

MI vs KKR Highlights, IPL 2025: ঘরের মাঠে এল সাফল্য, কলকাতাকে ৮ উইকেটে হারাল মুম্বই

KKR vs SRH ম্যাচের Dream 11

কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, ঈশান কিষান, অজিঙ্কা রাহানে, ট্রাভিস হেড (অধিনায়ক), অনিকেত বর্মা, সুনীল নারিন (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তী।

Ajinkya Rahane On KKR Loss: কার জন্য হারল নাইট রাইডার্স? দল হারতেই রাগের মাথায় বলে ফেললেন রাহানে

এগিয়ে রয়েছে Kolkata Knight Riders

দুই দলের হেড টু হেড পরিসংখ্যান থেকে জানতে পারা গিয়েছে, কেকেআর ব্রিগেড অনেকটাই এগিয়ে রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দুই দলের মধ্যে মোট ২৮ বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। এরমধ্যে SRH ৯ বার এবং KKR ১৯ বার জয়লাভ করেছে। একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে।

KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders Dream 11 IPL 2025