মহমেডান: ২ ( করিম ৬০', চাংতে ৬৯')
পিয়ারলেস ০
নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসকে হারিয়ে লিগ টেবিলে এক নম্বরে চলে মহমেডান। বলাই বাহুল্য খেতাবি দৌড়ে টিকে থাকল ব্ল্য়াক প্য়ান্থার্স। সোমবার করিম ওমোলোজা ও চাংতের গোলে মহমেডান ২-০ গোলে পিয়ারলেসকে হারিয়ে জমিয়ে দিল কলকাতা লিগ। ১০ ম্য়াচে ১৯ পয়েন্টের সৌজন্য়ে এখন লিগ শীর্ষে মহমেডান। দুয়ে চলে এল পিয়ারলেস। তাদের পয়েন্ট ১৭। একই পয়েন্ট ইস্টবেঙ্গলেরও।
-->
আরও পড়ুন: ফাঁকা যুবভারতীতে অনন্য সুন্দর মহমেডান, তিন বছর পর মোহনবাগানকে হারাল তারা
গত বৃহস্পতিবার যুবভারতী মিনি ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল দীপেন্দু বিশ্বাস ও সইদ রমনের ছেলেরা। ম্য়াচের পর দীপেন্দু বলেছিলেন যে, পিয়ারলেসকে ঘরের মাঠে তাঁরা হারাবেনই। আর সেই কথাই রাখলেন কালো-সাদা টিডি। এদিন প্রথমার্ধে দু'দলই গোলের জন্য ঝাঁপিয়েছিল। কিন্তু গোলের দেখা পায়নি কেউই।
আরও পড়ুন: জীবনের সেরা ম্যাচ খেলে আনন্দ করতে নারাজ তীর্থঙ্কর, দলের খেলায় হতাশ ভিকুনা
-->
দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মধ্য়েই পিয়ারলেসের সামনে সুবর্ণ সুযোগ চলে আসে। পেনাল্টি পায় জহর দাসের টিম। কিন্তু জীতেন মুর্মু বারের ওপর দিয়ে বল মারেন। কিন্তু ম্য়াচের ৬০ মিনিটের মধ্য়ে খেলার রঙ বদলে দেন করিম ওমোলোজা। তাঁর দূরপাল্লার শটে মহমেডান স্কোরলাইন ১-০ করে। আর এই গোলের ৯ মিনিটের মধ্য়েই চাংতের গোলে মহমেডান ২-০ গোলে ম্য়াচ জিতে নেয়। ১১ বারের কলকাতা লিগ চ্য়াম্পিয়ন মহমেডান শেষবার ১৯৮১ সালে এই ট্রফি জিতেছিল আর ২০১৬ সালে রানার্স হয়েছিল শেষবার। ৩৮ বছর পর দীপেন্দুদের সামনে সুযোগ রয়েছে ফের একবার লিগ ছুঁয়ে দেখার।
মহমেডান: প্রিয়ান্ত, সুজিত, প্রসেনজিত, করিম, সইফুল, মুসা, ফিরোজ, তীর্থঙ্কর, সত্য়, চাংতে ও চিডি
পিয়ারলেস: জেমস, অভিনব, কালোন, মনোতোষ, ফুলচাঁদ, মোহনরাজ, এডমন্ড, পঙ্কজ, দীপেন্দু. জীতেন ও উল্ফ