/indian-express-bangla/media/media_files/2025/07/29/mamata-banerjee-mohun-bagan-2025-07-29-20-43-40.jpg)
Mamata Banerjee Mohun Bagan: কোন ক্লাবের সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়, এতদিনে জানা গেল গোপন কথা
Mohun Bagan Day 2025 Celebration Mamata Banerjee: ২৯ জুলাই মোহনবাগান (Mohun Bagan) দিবসে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তার আগে দিনভর নানারকম অনুষ্ঠান ছিল গোষ্ঠ পাল সরণির ক্লাবে। ঐতিহাসিক এই দিনটাকে স্মরণীয় করতে কোনও কসুর রাখেনি মোহনবাগান ক্লাবের কর্তাব্যক্তিরা। বিশেষ এই দিনে মোহনবাগানের জন্য এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শুভেচ্ছা বার্তাও। তবে আসল রহস্য ফাঁস হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী কোন দলের সমর্থক তা জানালেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত।
এদিন মোহনবাগান ক্লাবের জন্য শুভেচ্ছা বার্তায় মমতা লেখেন, 'আমি শুনে খুব খুশি হয়েছি যে ২৯ জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবস পালন করা হবে। এই দিনটা শুধুমাত্র মোহনবাগান ক্লাবের ইতিহাসেই স্পেশাল নয়, ভারতীয় ফুটবলেও এই দিনটার গুরুত্ব অপরিসীম।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, '১৯১১ সালে আজকের এই বিশেষ দিনেই প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে মোহনবাগান ব্রিটিশদের বিরুদ্ধে আইএফএ শিল্ড জিতেছিল। এই মুহূর্তটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল করেছে। এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক। এটা শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রে একটা সাধারণ জয়ই নয়, গোটা দেশের কাছে এটা একটা উজ্জ্বল মুহূর্ত। এই জয় কোটি কোটি জনগণের মনে দেশপ্রেম সঞ্চার করেছে।'
Sincere gratitude to the Hon’ble Chief Minister for the warm wishes and continued encouragement. 💚♥️
— Mohun Bagan (@Mohun_Bagan) July 29, 2025
Joy Mohun Bagan!#MohunBagan#Mariners#MBAC#MohunBaganAthleticClub#JoyMohunBagan#MohunBaganDay#MohunBaganDay2025#IFAShield#GloriousPastVibrantFuture#MohunBaganDay2025pic.twitter.com/flSc5EiT6E
আরও পড়ুন 'আমাদের জাতীয় গর্ব...', মোহনবাগানের প্রশংসায় কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে দেবাশিস দত্ত বলেন, 'ইস্টবেঙ্গল-মোহনবাগান একটাই দল ছিল। নাম ছিল মোহনবাগান। ইস্টবেঙ্গল বলে কোনও দল ছিল না। ১৯১১ সালে ভারতের প্রথম ফুটবল ক্লাবের জন্ম হয়।' এরপরই মোহনবাগান ক্লাব নিয়ে মুখ্যমন্ত্রীর আবেগ নিয়ে বলেন দেবাশিস। তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা কি জানেন, আমাদের মুখ্যমন্ত্রী কোন দলের সমর্থক? উনি মুখে না স্বীকার করলেও, উনি মোহনবাগান সমর্থক।
আরও পড়ুন কেন ২৯ জুলাই পালিত হয় মোহনবাগান দিবস, জানেন এইদিনের ঐতিহাসিক গুরুত্ব?
যদিও মমতা কোনওদিন নিজের মুখে স্বীকার করেননি তিনি মোহনবাগান সমর্থক। তিনি মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং, ময়দানের তিন প্রধানের অনুষ্ঠানেই হাজির হয়েছেন। তবে সব ক্লাবকেই তিনি আন্তরিকভাবে পছন্দ করেন বলে জানিয়েছেন। সেই হিসাবে দেবাশিস দত্তের কথায় নতুন তথ্য উঠে এল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us