New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/29/mamata-banerjee-on-mohun-bagan-2025-07-29-12-12-48.jpg)
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mohun Bagan Day 2025: মঙ্গলবার অর্থাৎ ২৯ জুলাই মোহনবাগান দিবস পালন করা হচ্ছে। এই বিশেষ দিনে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mohun Bagan: মঙ্গলবার অর্থাৎ ২৯ জুলাই মোহনবাগান দিবস পালন করা হচ্ছে। এই বিশেষ দিনে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান মঞ্চে ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর হাতে তুলে দেওয়া হবে 'মোহনবাগান রত্ন' পুরস্কার। সৌরেন্দ্র-সৌম্যজিতের পাশাপাশি রয়েছে ইমন চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান। আর এই বিশেষ দিনে মোহনবাগান ক্লাবের জন্য শুভেচ্ছা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Mohun Bagan Super Giant: 'অনেকদিন পর কোনও দল জিতলে...', ইস্টবেঙ্গলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সৃঞ্জয়ের
শুভেচ্ছা বার্তায় মমতা লিখেছেন, 'আমি শুনে খুব খুশি হয়েছি যে ২৯ জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবস পালন করা হবে। এই দিনটা শুধুমাত্র মোহনবাগান ক্লাবের ইতিহাসেই স্পেশাল নয়, ভারতীয় ফুটবলেও এই দিনটার গুরুত্ব অপরিসীম।'
Mohun Bagan vs East Bengal: রেয়াত নয় ইস্টবেঙ্গলকে, 'ডার্বি ইজ ডার্বি' হুঙ্কার দীপেন্দুর
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, '১৯১১ সালে আজকের এই বিশেষ দিনেই প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে মোহনবাগান ব্রিটিশদের বিরুদ্ধে আইএফএ শিল্ড জিতেছিল। এই মুহূর্তটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল করেছে। এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক। এটা শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রে একটা সাধারণ জয়ই নয়, গোটা দেশের কাছে এটা একটা উজ্জ্বল মুহূর্ত। এই জয় কোটি কোটি জনগণের মনে দেশপ্রেম সঞ্চার করেছে।'
Sincere gratitude to the Hon’ble Chief Minister for the warm wishes and continued encouragement. 💚♥️
— Mohun Bagan (@Mohun_Bagan) July 29, 2025
Joy Mohun Bagan!#MohunBagan #Mariners #MBAC #MohunBaganAthleticClub #JoyMohunBagan #MohunBaganDay #MohunBaganDay2025 #IFAShield #GloriousPastVibrantFuture #MohunBaganDay2025 pic.twitter.com/flSc5EiT6E
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯১১ সালে আজকের দিনেই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে IFA শিল্ড ফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। গোটা ম্য়াচে মেরিনার্সরা খালি পায়ে মাঠ দাপিয়ে বেরিয়েছিল। এটা শুধুমাত্র একটা ফুটবল ম্য়াচ ছিল না, ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে ভারতীয়দের হুঙ্কার ছিল।
যাইহোক, এই ম্য়াচে ব্রিটিশরা ১-০ গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল। তবে মোহনবাগানের হয়ে সমতা ফিরিয়ে ছিলেন শিবদাস ভাদুড়ি। আর শেষবেলায় জয়সূচক গোলটি করেছিলেন অভিলাষ ঘোষ। ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ম্য়াচের গুরুত্ব অপরিসীম।
Mohun Bagan Super Giant: 'অনেকদিন পর কোনও দল জিতলে...', ইস্টবেঙ্গলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সৃঞ্জয়ের
শেষকালে ওই শুভেচ্ছাবার্তায় মমতা যোগ করেছেন, 'এই বিশেষ দিনে আমি বৃহত্তর মোহনবাগান পরিবারকে হার্দিক শুভেচ্ছা জানাতে চাই। এটা সকলের কাছেই একটা গর্বের উৎসব। আশা করব, আগামী প্রজন্মকে এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান অনুপ্রাণিত করতে পারবে। আগামী দিনে আরও সাফল্য অর্জন করতে পারবে।'