Advertisment

শিল্ড জয়, গোষ্ঠ পালকে জুড়ে দিল মোহনবাগান দিবস! 'বিলম্বে বোধহয়', বলছেন কিংবদন্তি পুত্র

মরণোত্তর 'মোহনবাগান রত্ন' দেওয়া হল প্রবাদপ্রতিম শিবাজী বন্দ্যোপাধ্যায়কে। সত্তর-আশির দশকে সবুজ মেরুন দুর্গ সামলাতেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঐতিহাসিক শিল্ড জয়। সেই জয় নিয়ে কত প্রবাদ, গল্প-গাছা বাঙালির মননে, ঐতিহ্যে একাত্ম হয়ে গিয়েছে। প্রবল পরাক্রমশালী ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে ফুটবল মাঠে কার্যত বিপ্লবের ধ্বজা উড়িয়ে দিয়েছিল এগারো সবুজ মেরুন জার্সিধারী।

Advertisment

সেই ইতিহাসই ফিরে এল এবার ২৯ জুলাই মোহনবাগান দিবসের ঘোষণায়। কোভিড বিধি মেনে আড়ম্বরহীন ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করে দেওয়া হল ঐতিহাসিক শিল্ড জয়ী দলের জার্সির রেপ্লিকা এবার নিজেদের সংগ্রহে রাখতে পারবেন লাখো লাখো মোহনবাগান সমর্থক। জার্সির সেই রেপ্লিকাই বৃহস্পতিবার উন্মোচিত হল ক্লাব তাঁবুতে।

আরো পড়ুন: মোহনবাগান দিবসেই বড় ঘোষণা কৃষ্ণের! জানিয়ে দিলেন নিজের ভবিষ্যৎ

২০ অগাস্ট, স্বয়ং গোষ্ঠ পালের জন্মদিন থেকেই অনলাইনে পাওয়া যাবে সেই স্মারক। গোষ্ঠ পাল এবং শিল্ডজয়ী দলকে একসঙ্গে অভিনবভাবে সম্মান জানানোই দিনের বড় চমক হয়ে থাকল।

publive-image

ক্লাবকে দান করে দেওয়া গোষ্ঠ পালের একাধিক স্মারক হারিয়ে ফেলেছে মোহনবাগান। এমন অভিযোগে সোচ্চার হয়েছিলেন গোষ্ঠ পাল পুত্র নীরাংশু পাল। সেই ঘটনা কেবলমাত্র মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। গড়িয়েছিল থানা-পুলিশেও। এদিন অবশ্য ক্লাবের সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে কিংবদন্তি পুত্র জানালেন, "দেরিতে হলেও বোধোদয় হচ্ছে ক্লাবের। ভালো সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। যদিও এখনো বাবার সমস্ত স্মারক ক্লাবের পক্ষ থেকে পাইনি আমরা। দুর্মূল্য সমস্ত স্মারক ক্লাবকে ফের একবার খোঁজার আর্জি জানাচ্ছি।"

কীভাবে সংগ্রহ করা যাবে শিল্ড জয়ী দলের রেপ্লিকা? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে সবুজ মেরুনের অন্যতম শীর্ষ কর্তা জানালেন, "সমর্থকরা গোষ্ঠ পালের জন্মদিন ২০ অগাস্ট থেকে অললাইনে রেপ্লিকা জার্সি কিনতে পারবেন। কোভিড পরিস্থিতিতে ক্লাব থেকে এই রেপ্লিকা সংগ্রহ করা যাবে না। তাই অনলাইনে সংগ্রহ করার ব্যবস্থা চালু করা হল সমর্থকদের জন্য।"

মরণোত্তর 'মোহনবাগান রত্ন' দেওয়া হল প্রবাদপ্রতিম শিবাজী বন্দ্যোপাধ্যায়কে। সত্তর-আশির দশকে সবুজ মেরুন দুর্গ সামলাতেন তিনি। কসমসের জার্সিতে পেলের বিরুদ্ধেও ছিলেন তিনি। মোহনবাগান তাঁবুতে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মালা বন্দ্যোপাধ্যায়ের হাতে 'মোহনবাগান রত্ন' তুলে দেওয়া হয়।

আইএসএলে হত মরশুমে দুরন্ত খেলার সুবাদে সেরা ফুটবলার হন রয় কৃষ্ণ। ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স করে সেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। সেরা এথলিট বিদিশা কুন্ডু। রাতে বাংলা ব্যান্ড ক্যাকটাসের গান শোনা যাবে মোহনবাগানের ফেসবুক পেজ থেকে। আগামী বছর অতিমারীর থাবা কাটিয়ে সাড়ম্বরে পালিত হোক মোহনবাগান দিবস, এমনই আশা করছেন সবুজ মেরুন কর্মকর্তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kolkata Football Mohun Bagan Sports News
Advertisment