/indian-express-bangla/media/media_files/2025/06/09/WKNzAz5Nc7GhWAWgvcdw.jpg)
Debasish Dutta-Srinjoy Bose: বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং বিরোধী সৃঞ্জয় বোসের যুযুধান গোষ্ঠী শেষপর্যন্ত সমঝোতায় এলেন
Debasish Dutta-Srinjoy Bose: দীর্ঘ কয়েকমাস ধরে বাদ-বিবাদ, আঁকচা-আঁকচি, দেখে নেব-বুঝে নেব সব শেষ। অবশেষে হাতে হাত মেলালেন দেবাশিস দত্ত (Debasish Dutta) এবং সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। গত কয়েক মাস ধরে মোহনবাগান (Mohun Bagan Election) নির্বাচন ঘিরে যতটা বৈরিতা তৈরি হয়েছিল, সোমবার বিকেলে তা এক ঝটকায় মিটে গেল। মিটে গেল বলাই যায়, কারণ আপাতত দুজনেই মোহনবাগান ক্লাব (Mohun Bagan) এবং সবুজ-মেরুন সভ্যসদস্য-সমর্থকদের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিলেন। এদিন ক্লাব তাঁবুতে যৌথ সাংবাদিক বৈঠক করে সব জল্পনার অবসান ঘটালেন তাঁরা।
মোহনবাগানে এবার মিলিজুলি সরকার চলবে। বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং বিরোধী সৃঞ্জয় বোসের যুযুধান গোষ্ঠী শেষপর্যন্ত সমঝোতায় এলেন। এবার এক টিম হয়ে কাজ করবেন তাঁরা। নাম হবে টিম মোহনবাগান। এদিন দেবাশিস দত্ত বলেছেন, 'মোহনবাগানের ঐতিহ্য বজায় রয়েছে। সৃঞ্জয় ভাল বন্ধু। আমরা বহুদিন কাজ করেছি। যে কোনও কারণে দুটো দল তৈরি হয়েছিল। আমি কৃতজ্ঞ, ওঁ নমনীয় হয়েছে। দুটো দল ভেঙে একটা কমিটি তৈরি হচ্ছে। এতদিন ধরে মোহনবাগান সমর্থকদের যাবতীয় অভিযোগ শুনেছি। সেগুলো নিয়ে কাজ করব। এই টিমের নাম মোহনবাগান টিম।'
/indian-express-bangla/media/media_files/2025/06/09/xxF1hZqDhMlOmBMlb3IP.jpg)
দেবাশিস আরও বলেছেন, 'আমরা এক মাস যেভাবে জেলার বিভিন্ন জায়গায় গিয়েছি, সদস্য-সমর্থকদের সমস্যার কথা শুনেছি, সেটা মোহনবাগানকে আগামী দিনে উন্নতি করতে সাহায্য করবে।' তাঁর কথার রেশ ধরেই সৃঞ্জয় বলেছেন, 'সব জায়গায় গণতন্ত্র রাখা ভাল। প্রচুর সদস্যের সঙ্গে আলাপচারিতা করেছি। সমস্যার কথা জানতে পেরেছি। আজ আমরা সব জায়গায় যেভাবে কভার করেছি, সেটা খুব ভাল হয়েছে। মোহনবাগান ক্লাবের স্বার্থে ভাল। ব্যক্তিগত সমস্যার জন্য আলাদা হয়েছিলাম। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। সবাই মিলে মোহনবাগান আর সেরা একাদশ তৈরি করব। আমি মনে করি শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ। যে প্রতিশ্রুতি সদস্যদের দিয়েছি, সেগুলো পূরণ করার চেষ্টা করব।'
আরও পড়ুন শেষবেলায় 'মাস্টারস্ট্রোক' দেবাশিসের! অবাক সবুজ-মেরুন সমর্থকরা
দুজনের বক্তব্যের সারমর্ম হল, এক মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সভা করে একে অপরকে নিশানা করে সদস্য-সমর্থকদের অনেক কাছাকাছি যেতে পেরেছেন দুজনেই। এবং তাতেই অনেক সমস্যার কথা জানতে পেরেছেন। সেটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এবার এই সমস্যাগুলো নিয়ে দুজনের টিম কাজ করতে চায়। কিন্তু টুটু বোসের বিষয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন দেবাশিস। তিনি বলেছেন, 'টুটুদা মোহনবাগান ক্লাবের অভিভাবক। উনি কোনও চেয়ারে থাকুন বা না থাকুন।' অর্থাৎ দেবাশিস বা সৃঞ্জয়, ক্লাবের সভাপতি এবং সচিব যেই হোন না কেন, মাথার উপর টুটু বোসের উপস্থিতি সদা বজায় থাকবে।
নয়া কমিটি গঠনের কী হবে, সেপ্রসঙ্গে সৃঞ্জয় বলেছেন, 'মোট ২২ জন মনোনয়ন জমা দিয়েছে। কারা কারা মনোনয়ন প্রত্যাহার করছেন, সেটা দেখে কমিটিতে কারা কারা থাকবে সেটা নির্ধারিত হবে।'