Advertisment

না দেখার দেশে প্রাক্তন মোহনবাগান অধিনায়ক, মাত্র ৩৯-এই বিদায়

২০১৪ সালে নেরোকার হয়ে রাজ্য ফুটবল লিগে খেলে চ্যাম্পিয়ন ও হয়েছিলেন। খেলা থেকে অবসর নেওয়ার পর কোচ হয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাত্র ৩৯ বছর বয়সে না দেখার দেশে চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এবং কোচ মনিতম্বি সিং। মোহনবাগান ছাড়াও সালগাঁওকার, এয়ার ইন্ডিয়ার জার্সিতে খেলেছেন দেশের শীর্ষস্থানীয় ফুটবল লিগে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবলে।

Advertisment

একদম ট্র্যাডিশনাল রাইট ব্যাক ছিলেন। তবে উইং ধরে আটক শানাতে সিদ্ধহস্ত ছিলেন মনিপুরী এই ফুটবলার। দেশের জার্সিতে ২০০২ সালে অনুর্ধ-২৩ জাতীয় দলের হয়ে জেতেন এলজি কাপ। পাশাপাশি এশিয়ান গেমসেও খেলেছেন তিনি।

আরও পড়ুন

বল ছুঁড়ে ধোনিকে মারতে চেয়েছিলেন, এখনও অনুশোচনায় ভোগেন শোয়েব

কলকাতা লিগে মোহনবাগান জার্সিতে প্রথম ম্যাচেই গোল করেছিলেন। তারপর থেকেই সবুজ মেরুন জনতার নয়নের মণি হয়ে গিয়েছিলেন। পরে মোহনবাগানের অধিনায়কও হয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বে মোহনবাগান এয়ারলাইন্স কাপ জেতে।

মণিপুরের ফুটবলের অনেক বড় নাম মণিতম্বি। ২০১৪ সালে নেরোকার হয়ে রাজ্য ফুটবল লিগে খেলে চ্যাম্পিয়ন ও হয়েছিলেন। খেলা থেকে অবসর নেওয়ার পর মণিপুরের অনুবা ইমাগি মঙ্গলের কোচ হয়েছিলেন।

তাঁর মৃত্যুতে গোটা দেশের ফুটবল শোকাহত। রবিবার মোহনবাগান নিজেদের টুইটারে এই শোকের খবর জানায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mohun Bagan Indian Football
Advertisment