Mohun Bagan: জামশেদপুরে ঠ্যাঙানিতে ঝরেছে রক্ত! আক্রান্ত সমর্থকদের ফুল, ভিআইপি টিকিট দিয়ে বীরবন্দনা মোহনবাগানের

Mohun Bagan stands by fans injured in Jamshedpur, gifts flowers and VIP tickets ahead of ISL semifinal second leg. A new precedent in Indian football. আক্রান্ত পাঁচ সমর্থকই উপস্থিত ছিলেন। মাথায় ব্যান্ডেজ নিয়ে এসেছিলেন রিপন মণ্ডল।

Mohun Bagan stands by fans injured in Jamshedpur, gifts flowers and VIP tickets ahead of ISL semifinal second leg. A new precedent in Indian football. আক্রান্ত পাঁচ সমর্থকই উপস্থিত ছিলেন। মাথায় ব্যান্ডেজ নিয়ে এসেছিলেন রিপন মণ্ডল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Fans: আক্রান্ত মোহনবাগান সমর্থকরা

Mohun Bagan Fans: আক্রান্ত মোহনবাগান সমর্থকরা। (ছবি- ফেসবুক)

Mohun Bagan Salutes Assaulted Fans with Flowers and VIP Tickets in ISL Semifinal: জামশেদপুরে ঠ্যাঙানিতে ঝরেছে রক্ত! আক্রান্ত সমর্থকদের ফুল, ভিআইপি টিকিট দিয়ে রবিবার বীরবন্দনা করল মোহনবাগান। জামশেদপুরে দলকে আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন রিপন মণ্ডল, সোমু সাঁপুই, সৌপ্তিক মজুমদাররা। দল হারলেও তাঁরা প্রিয় টিমের জন্য ফেস্টুন টাঙিয়ে গলা ফাটাচ্ছিলেন। তা সহ্য হয়নি জেআরডি টাটা স্টেডিয়ামের গ্যালারিতে হাজির অবাঙালি সমর্থকদের। তাঁরা রিপন, সৌপ্তিকদের বেধড়ক মারধর করে। প্রতিবাদ করতে গেলে পালটা মারধর করে উপস্থিত ঝাড়খণ্ড পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরাও। 

Advertisment

আক্রান্ত মোহনবাগান সমর্থকদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। রিপন মণ্ডলের মাথা ফেটে গিয়েছিল। বাকিরা শরীরের নানা জায়গায় আঘাত পেয়েছেন। আহত সমর্থকদের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। রিপনদের সেই ব্যান্ডেজের ঘা এখনও শোকায়নি। বাকিদের মনে এখনও দগদগে হয়ে রয়েছে বীভৎসতার সেই সব স্মৃতি। তারমধ্যেই সোমবার ফিরতি ম্যাচ, সেমিফাইনালের দ্বিতীয় লেগ কলকাতায়। বদলার ম্যাচ হাতাহাতিতে নয়। ফুটবলেই জবাব দিতে মরিয়া বাগান শিবির। 

তাই বলে আক্রান্ত সমর্থকদের ভুলতে নারাজ মেরিনার্সরা। ভারতের ইস্পাত শহর জামশেদপুরে আক্রান্ত এমনই ৫ জন মোহনবাগান সমর্থকের হাতে আগামিকালের সেমিফাইনালের বা হোম ম্যাচের ভিআইপি টিকিট তুলে দিলেন মোহনবাগান কর্তারা। শুভেচ্ছা হিসেবে তাঁদের হাতে গোলাপ ফুলও তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা ও ফুটবলার জেমি ম্যাকলারেন। তাঁরাই আক্রান্ত ফুটবলারদের হাতে তুলে দিলেন ওই গোলাপ ফুল এবং ভিআইপি টিকিট।

Advertisment

এই ঘটনা কলকাতা তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে তৈরি করল নতুন নজির। আহত ফুটবলারদের পাশে ক্লাবকে হামেশাই থাকতে দেখা যায়। কিন্তু, আক্রান্ত সমর্থকদের পাশে ক্লাব দাঁড়াচ্ছে এমন নজির তেমন একটা নেই। জাতীয় ক্লাব সেখানেই নতুন নজির গড়ল। যা সবুজ-মেরুন সমর্থকদের মনে আত্মবিশ্বাস আরও বাড়াল। গোটা টিম বর্তমানে প্রথম লেগের বদলা নিতে মরিয়া।

আরও পড়ুন- আশঙ্কাই সত্যি হল! চরম বিপাকে ক্রিকেট তারকা সাকিব আল হাসান! অভিযোগ ইউনুসের তদারকি সরকারের বিরুদ্ধে

তবে, মোহনবাগান কোচকে চিন্তায় রেখেছে খেলোয়াডদের চোট-আঘাত। এই চোট-আঘাতের জন্য প্রথম লেগেও অনেককে পাননি কোচ হোসে মলিনা। তবে, তাঁর ধারণা সোমবার অন্য খেলা হবে। ঘরের মাঠে দল অন্যরকম খেলবে। পাশাপাশি গ্যালারিজুড়ে মোহনবাগান সমর্থকরা দলে দলে ভিড় জমাবেন। ক্লাবের সুখে-দুঃখে তাঁরা সবসময় দলের সঙ্গে থাকেন। তাঁরা সমবেত কণ্ঠস্বরও চাপে রাখবে ইস্পাতনগরীর টিমকে। পরীক্ষা নেবে জামশেদপুরের দলের ইস্পাতকঠিন মানসিকতার।

Jamshedpur FC Football ISL Mohun Bagan Mohun Bagan Fan