/indian-express-bangla/media/media_files/2025/06/16/iCLRUJ1rHQsU6B5TblvT.jpg)
মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার জেসন কামিন্স
Mohun Bagan Super Giant: আগামী মরশুমের জন্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ২০২৪-২৫ মরশুমে আইএসএল (ISL 2024-25) ট্রফি জয় করেছে সবুজ-মেরুন ব্রিগেড। এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বাগানের অজি স্ট্রাইকার জেসন কামিন্সের (Jason Cummings)। কিন্তু, আগামী মরশুমে তিনি কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাবে খেলবেন কি না, তা নিয়ে সমর্থকদের মধ্যে একটা বড়সড় সংশয় তৈরি হয়েছিল। অবশেষে এই ব্যাপারে এল একটি বড়সড় আপডেট।
Mohun Bagan Super Giant: সেরা অস্ত্রকে হারাল মোহনবাগান, মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের
সূত্রের খবর, অস্ট্রেলিয়ার ফুটবলার জেসন কামিন্সকে নিয়ে একটা সামান্য সমস্যা তৈরি হয়েছে। কী সেই সমস্যা? আসলে, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে তাঁকে ট্রান্সফার ফি'তে সই করানো হয়েছিল। কিন্তু, সেই চুক্তিপত্রে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেটা নাকি মোহনবাগান দেয়নি।
কেন দিতে হবে এই ক্ষতিপূরণ? চুক্তি অনুসারে, কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে গেলে, তার প্রাক্তন ক্লাবকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে মোহনবাগান নাকি সেই অর্থ দেয়নি। সূত্রের খবর, এই ক্ষতিপূরণ হিসেবে মোহনবাগানকে ১০-১৫ লাখ টাকা দিতে হবে। এরপরই সবুজ-মেরুন ব্রিগেডের উপর নির্বাসনের খাঁড়া নেমে এসেছিল।
Mohun Bagan Super Giant: 'মোহনবাগানে খেলা আমার স্বপ্ন', তারকা ফরোয়ার্ড জিতলেন মেরিনার্সদের হৃদয়
তবে এই সমস্যা আপাতত একেবারেই মিটে গিয়েছে। সম্প্রতি রেভ স্পোর্টসের কর্ণধার বোরিয়া মজুমদার একটি ভিডিও প্রতিবেদনে গোটা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফিফার সঙ্গে ইমেল চালাচালি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। এই আলোচনা যথেষ্টই ফলপ্রসূ হয়েছে। সেকারণে যে কোনও সময় মোহনবাগান সুপার জায়ান্টের উপর থেকে নির্বাসনের খাঁড়া উঠে যাবে। সেক্ষেত্রে জেসন কামিন্সের খেলার ব্যাপারে আর কোনও বাধাই থাকবে না। এবার কত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হয়, এখন সেটাই দেখার।