/indian-express-bangla/media/media_files/2025/04/28/d1NSpimWbN6jy6cSWDcf.jpg)
মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসু
Mohun Bagan Ratna 2025: চলতি বছর 'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বসু (Tutu Bose)। শনিবার (২১ জুন) ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, বাগান সভাপতি দেবাশিস দত্ত (Debasish Dutta) এই প্রস্তাব পেশ করেছিলেন। বাকি সদস্যরা এই প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সায় দিয়েছে। আগামী ২৯ জুলাই বাগানের প্রাক্তন সভাপতির হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।
এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত সৃঞ্জয় বসু
এখানেই শেষ নয়। আগামী বছর 'মোহনবাগান রত্ন' সম্মান পেতে চলেছেন অঞ্জন মিত্র (Anjan Mitra)। সেই সিদ্ধান্তও এই শনিবারের বৈঠকে গ্রহণ করা হয়ে গিয়েছে। এই ব্যাপারে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose) বলেছেন, 'মোহনবাগান ক্লাবের জন্য টুটু বসুর অবদান অনস্বীকার্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্মানটা ওঁর কাছে সর্বোচ্চ প্রাপ্তি হবে। আমি এই কর্মসমিতির কাছে চিরকৃতজ্ঞ থাকব।'
দেখে নিন ভিডিও:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান দিবস উপলক্ষ্যে কী কী অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সৃঞ্জয় বসু জানালেন, আগামী ১১ জুলাই কর্মসমিতির আগামী বৈঠক আয়োজন করা হবে। সেখানেই মোহনবাগান দিবস নিয়ে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দেখে নিন প্রেস বিবৃতি
Mohun Bagan Super Giant: সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিরাট সুখবর, ব্রাজিলিয়ান তারকা এবার মোহনবাগানে
এবার মোহনবাগান ক্লাবে টুটু বসুর যাত্রাপথ একনজরে দেখে নেওয়া যাক। সালটা ছিল ১৯৯১। বাগানের প্রবাদপ্রতিম সচিব ধীরেন দে'র জুতোয় পা গলিয়েছিলেন তিনি। সামনে ছিল এক কঠিন রাস্তা। একথা অনস্বীকার্য যে তিনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সবুজ-মেরুন জার্সিতে প্রথম বিদেশি ফুটবলার খেলানোর স্বপ্ন তিনিই দেখিয়েছিলেন। তাঁর আমলেই প্রথমবার ব্যালট পেপারে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে হালফিলে সবথেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি তিনি গ্রহণ করেছিলেন, সেটা হল সঞ্জীব গোয়েঙ্কার RPSG গোষ্ঠীর সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া বাঁধা। ফলে টুটু বসুই যে এই ক্লাবের অন্যতম পথপ্রদর্শক ছিলেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/09/N230T4arqlZGKXlfr7eO.jpg)
উল্লেখ্য, ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত মোহনবাগান ক্লাবের সভাপতি ছিলেন টুটু বসু। এরপর ২০১৮ সাল পর্যন্ত তিনি এই ক্লাবে সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ফের তাঁকে সচিব হিসেবে নির্বাচন করা হয়। দায়িত্ব সামলেছিলেন পরবর্তী ২ বছর। এরপর ২০২০-২২ এবং ২০২২-২০২৫, এই দুটো দফায় ফের তিনি ক্লাব সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে সম্প্রতি মোহনবাগানের নির্বাচন আবহে তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। ক্লাব সূত্রের খবর, টুটু বসুকে বাগানের চেয়ারম্য়ান করে ফের ক্ষমতায় ফিরিয়ে আনা হতে পারে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।