ISL: Mohun Bagan: নজির মোহনবাগানের, শুধু আইএসএল জয়ই নয়, এই ৮টি কারণে এবার বাকিদের কাছে উদাহণ সবুজ-মেরুন

ISL: Mohun Bagan record: রবিবারই যুবভারতীতে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়েছে সবুজ-মেরুন। হাতে আরও দুটো ম্যাচ বাকি। প্রতিপক্ষ মুম্বই সিটি এবং এফসি গোয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohun Bagan Super Giant: আইএসএল জয়ের আনন্দে মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা

Mohun Bagan Super Giant: আইএসএল জয়ের আনন্দে মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা। (ছবি- মোহনবাগান সুপার জায়ান্ট)

ISL: Mohun Bagan record: রবিবারই ঘরের মাঠ যুবভারতীতে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টের বিচারে আইএসএল জিতে নিয়েছে কলকাতার মোহনবাগান সুপার জায়ান্ট। টানা দ্বিতীয়বার লিগ-শিল্ড জয়ী দলের বর্তমান বর্তমান পয়েন্ট ২২ ম্যাচে ৫২। 

Advertisment

ওই সব ম্যাচের আগেই নিজেদের লিগ-শিল্ড খেতাব নিশ্চিত করে ফেলা মোহনবাগান এবার কিন্তু ছ'টি নজিরও গড়ে ফেলেছে। সেগুলো হল:- 

১) পরপর দুটি মরশুমে লিগ-শিল্ড জয়ী প্রথম দল হিসেবে মোহনবাগান এই মরশুমে ইতিমধ্যে ৫২ পয়েন্ট সংগ্রহ করেছে। শুধু তাই নয়, এক মরশুমে ৫০ বা তারচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করা আইএসএলের প্রথম দল তারাই। 

২) মোহনবাগান চলতি আইএসএলে ১৬টি ম্যাচে জিতেছে। লিগে এক মরশুমে কোনও দলের এটাই সর্বোচ্চ সংখ্যক জয়। এর আগে মোহনবাগানই ২০২৩-২৪ মরশুমে ১৫টি ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল।

Advertisment

৩) এবারের আইএসএলে টানা ১০টি হোম ম্যাচে জিতেছে মোহনবাগান। যা আইএসএলে দলের মাঠে কোনও দলের সর্বোচ্চ সংখ্যক জয়।

৪) ওডিশা এফসি-র বিরুদ্ধে জিতে আইএসএলের প্রথম দল হিসেবে টানা ছ’টি ম্যাচে না হারার কৃতিত্বও অর্জন করেছে সবুজ-মেরুন দল।

৫) এবারের আইএসএলে টানা ৫৭০ মিনিট গোল খায়নি মোহনবাগান। যা নজির। এর আগে এফসি গোয়া ২০২৩-২৪ মরশুমে টানা ৫৪৪ মিনিট গোল না খেয়ে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডই ভেঙে দিয়েছেন মোহনবাগান।

৬) এবারের লিগে কর্নার থেকে মোহনবাগান ১১টি গোল পেয়েছে। যা কোনও আইএসএলে কর্নার থেকে পাওয়া সবচেয়ে বেশি গোলের নজির তৈরি করেছে। এর আগে বেঙ্গালুরু এফসি ২০২১-২২ মরশুমে কর্নার থেকে ন’টি গোল পেয়েছিল। মোহনবাগান এবার সেই নজির ভেঙে দিয়েছে।

৭) মোহনবাগানই আইএসএলের একমাত্র দল, যারা টানা পাঁচবার প্লে-অফে খেলছে। সবুজ-মেরুন ব্রিগেড যতবার আইএসএলে অংশ নিয়েছে, ততবারই প্লে অফে খেলেছে, এটা নজির।

৮) এবারের আইএসএলে ২০ ম্যাচে মাত্র ১৪ গোল খেয়েছে মোহনবাগান। যা নজির। এর আগের রেকর্ডও তাদেরই ছিল। ২০২০-২১ মরশুমে মোহনবাগান ২০ ম্যাচে ১৫ গোল খেয়েছিল। এবার সেই রেকর্ডই তারা ভেঙে দিল।

আরও পড়ুন- কোন ফরমুলায় ভারতসেরা হল মোহনবাগান? দলের পরবর্তী লক্ষ্যই বা কী, জেনে নিন বিস্তারিত

সবুজ-মেরুন শিবিরের হাতে এখনও লিগের দুটো ম্যাচ বাকি। তার মধ্যে শনিবার তারা নামবে মুম্বই সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে। তার পরের শনিবার আবার রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ। মোহনবাগানের ঠিক পরেই লিগ তালিকায় রয়েছে এফসি গোয়া। তাদের পয়েন্ট আপাতত ২১ ম্যাচে ৪২।

Football Mohun Bagan ISL Mohun Bagan Super Giants Indian Super League (ISL)