/indian-express-bangla/media/media_files/2025/04/16/K7yTkAOpLTppXljSoBTf.jpg)
সুপার কাপে ত্রিমুকুট আনতে পারবে মোহনবাগান?
Mohun Bagan Super Giant: মোহনবাগান সুপার জায়ান্ট। ২০২৪-২৫ আইএসএল (ISL 2024-25) মরশুমে সবুজ-মেরুন ব্রিগেড দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। আর এই পারফরম্য়ান্সের জোরেই লিগ শিল্ড জয়ের পাশাপাশি তারা ISL ট্রফি জয় করেছে। গোটা মরশুমে মোহনবাগান যেভাবে পেশাদারিত্বের 'নজির' পেশ করেছে, তা এককথায় প্রশংসনীয়। আর সেই পেশাদারিত্বের কথাই এবার তুলে ধরলেন বাগানের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)।
সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্ট টিভি'তে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বললেন, 'সবুজ-মেরুন সমর্থকরা সবসময়ই আমাদের মোটিভেট করে। ওদের প্রত্যেকটা চিৎকার বুঝিয়ে দেয় যে আমাদের ক্লাব সাফল্য অর্জন করতেই পারে। আর সত্যি কথা বলতে কী, আমাদের লক্ষ্য তো আর টপ টু কিংবা সেমিফাইনাল ছিল না। আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে গিয়েছি।'
দেখুন ভিডিও:
“The club’s history, legacy, generational fans.. these things motivate us.” ~ @AnirudhThapa to MBSG TV.
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 22, 2025
Full episode now on YouTube. 📹#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/oCmUzW9xEH
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই ক্লাবের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। এত বছর ধরে এই ক্লাব যা অর্জন করেছে, তা এককথায় অনির্বচনীয়। আর এই ক্লাবের সমর্থকরা তো এককথায় অতুলনীয়। গত ১০০ বছর ধরে মেরিনার্সরা এই ক্লাবকে সমর্থন করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্লাবের প্রতি এই ভালবাসা চলে আসছে। মোহনবাগান ক্লাবের এই ইতিহাস এবং সমর্থকরাই আমাদের অনুপ্রাণিত করে। আমাদের বুঝিয়ে দেয় যে এটা কোনও ছোটখাট ক্লাব নয়। সমর্থকদের এই চিৎকার, এই ভালবাসা, আমাদের আলাদা এনার্জি দেয়। এটার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে।'
সবশেষে অনিরুদ্ধ বললেন, 'যখন কোনও ম্যাচ আমরা হেরে যাই, তখন পরিস্থিতি কতটা কঠিন হয়ে যায়, সেটা আমরা খুব ভাল করেই জানি। এই পরিস্থিতিতে আমরা তো আনন্দ করতে পারি না। গোটা বিষয়টা কতটা খারাপ হতে চলেছে, সেটা খুব ভাল করেই আঁচ করা যায়। ছোট হোক কিংবা বড়, যে কোনও ম্য়াচে আমরা হেরে গেলে সমর্থকদের একটা আলাদা চাপ তৈরি হয়। এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের বুঝিয়ে দেয় যে এটা রিল্যাক্স করার সময় নয়। আরও বেশি করে খাটতে হবে। আরও ভাল করে খেলতে হবে।'