Mohun Bagan Super Giant: কলকাতা ফুটবল লিগের (CFL 2025-26) দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রিমিয়ার ডিভিশনের প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে লজ্জাজনক হারের পর বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে গোলের মালা পরাল মোহনবাগান (Mohun Bagan)। ম্যাচ ৪-০ গোলে জিতল সবুজ-মেরুন শিবির।
গত ম্যাচে পুলিশ এসি-র কাছে হেরে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান। সেই হারের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন কোচ ডেগি কার্দোজো। তাই এদিনের ম্যাচ ছিল মোহনবাগানের যুব টিমের কাছে অগ্নিপরীক্ষা। আর সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ মোহনবাগান। দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরল কার্দোজোর ছাত্ররা।
প্রথম ম্যাচে যথেষ্ট বোঝাপড়ার অভাব দেখা গিয়েছিল মোহনবাগানের যুব ফুটবলারদের মধ্যে। কালীঘাট ম্যাচে সেসব অনেকটাই মিটিয়ে নিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এদিন এগিয়ে থাকে মোহনবাগান। এদিন মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন সন্দীপ মালিক। বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন প্রথম ম্য়াচেই লজ্জার হার, ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান সমর্থকরা! গালাগালি কোচকেও
বিরতির পরেও দাপট অব্যাহত রাখে মোহনবাগান। ৭২ মিনিটের মধ্যে স্কোর ৪-০ হয়ে যায় মোহনবাগানের পক্ষে। তবে কালীঘাটও অনেক সুযোগ পেয়েছিল মোহনবাগানকে চাপে ফেলার। তবে বাগান গোলকিপারের বিচক্ষণতায় বিপদ দূর হয়। মোহনবাগানের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। শেষপর্যন্ত ৪-০ স্কোরে ম্যাচ শেষ হয়। এবারের কলকাতা লিগে এই ম্যাচের মাধ্যমে প্রথম জয়ের স্বাদ পেল।
প্রসঙ্গত, প্রথম ম্য়াচে ডিফেন্স, মাঝমাঠ থেকে আক্রমণভাগ, তিনটে বিভাগেই কার্যত ডাঁহা ফেল করেছিল মেরিনার্সরা। তবে মোহনবাগান কোচ আগামীদিনে কিন্তু দলের ভাল পারফরম্য়ান্সের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, 'এই ম্যাচের আগে মোহনবাগান সুপার জায়ান্ট প্রস্তুতির জন্য খুব একটা সুযোগ পায়নি। সেকারণেই দলটা এমন পারফরম্য়ান্স করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আগামী ম্যাচগুলোয় অবশ্যই উন্নতি হবে।' আর সেই উন্নতি চোখে পড়ল দ্বিতীয় ম্যাচে। কালীঘাট স্পোর্টস লাভার্সকে উড়িয়ে দিয়ে কলকাতা লিগ জমিয়ে দিল মোহনবাগান।