Mohun Bagan Super Giant: প্রথম ম্য়াচেই লজ্জার হার, ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান সমর্থকরা! গালাগালি কোচকেও

Mohun Bagan vs Police AC: কলকাতা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্টের শুরুটা একেবারেই প্রত্যাশা অনুসারে হল না। সোমবার (৩০ জুন) তারা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল। নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হেরে যায়।

Mohun Bagan vs Police AC: কলকাতা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্টের শুরুটা একেবারেই প্রত্যাশা অনুসারে হল না। সোমবার (৩০ জুন) তারা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল। নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হেরে যায়।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Super Giants: মোহনবাগানের ঘর ভেঙে তারকা ফুটবলারকে সই করাতে চলেছে পাঞ্জাব

Mohun Bagan Super Giants: মোহনবাগানের ঘর ভেঙে তারকা ফুটবলারকে সই করাতে চলেছে পাঞ্জাব

Mohun Bagan Super Giant: কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) মোহনবাগান সুপার জায়ান্টের শুরুটা একেবারেই প্রত্যাশা অনুসারে হল না। সোমবার (৩০ জুন) তারা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল। নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হেরে যায়। ম্য়াচের একমাত্র গোলটি করেন শেখ সাহিল। আর এই পরাজয়ের পর বাগান সমর্থকরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। কোচ ডেগি কার্ডোজোর পরিকল্পনা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মেরিনার্সরা। দেওয়া হয় গালাগালিও।

Advertisment

ম্যাচের আগেই ডেগি কার্ডোজো অবশ্য জানিয়েছিলেন, পুলিশের বিরুদ্ধে ম্য়াচটা তাঁর দলের কাছে বেশ কঠিন হতে চলেছে। একে তো গোটা দলটাই তরুণ ফুটবলারে ভর্তি। তাদের একে অপরের সঙ্গে এখনও সেভাবে কোনও বোঝাপড়াই গড়ে ওঠেনি। তার উপর অনুশীলন করার জন্য মাত্র ২ সপ্তাহ সময় পাওয়া গিয়েছে।

Mohun Bagan Transfer Update: কথার খেলাপ করলেন আবদুল? আসব বলেও আসছেন না মোহনবাগানে

সোমবার বাগানের পারফরম্য়ান্সে এই দুর্বলতাই সবথেকে বেশি চোখে পড়ছিল। কিন্তু, বাগান সমর্থকদের আর কে বোঝাবে সেই কথা! তাঁদের দাবি, অবিলম্বে ডেগি কার্ডোজোকে সরিয়ে বাস্তব রায়ের হাতে আবারও জুনিয়র দলের দায়িত্ব তুলে দেওয়া হোক। ম্যাচের পর নৈহাটি স্টেডিয়ামে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।

Advertisment

Mohun Bagan Loss: প্রথম ম্য়াচেই লজ্জার হার মোহনবাগানের, হা-হুতাশ সবুজ-মেরুন সমর্থকদের

শুধু কোচ নন, তোপের মুখে মোহনবাগান ফুটবলাররাও

তবে শুধুমাত্র ডেগি কার্ডোজো একা নন, সমালোচনার কামান দাগা হয়েছে বাগান ফুটবলারদের দিকেও। কেউ বলেন, 'খেলার যখন ইচ্ছেই নেই, তখন মোহনবাগানের জার্সি গায়ে দিয়েছ কেন?' কেউ আবার 'গো ব্যাক ডেগি' স্লোগানও তুলতে শুরু করেন। আগামী ৭ জুলাই রেলওয়েজের বিরুদ্ধে মোহনবাগান পরবর্তী ম্য়াচ খেলতে নামবে। পরবর্তী ম্যাচের আগে গোষ্ঠ পাল সরণীর এই ফুটবল ক্লাবের বিরুদ্ধে চাপ যে অনেকটাই বেড়ে গিয়েছে, তা বলা যেতেই পারে। কারণ প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গল এফসি এই টুর্নামেন্টে তাদের প্রথম ম্য়াচে ৭-১ গোলে জয়লাভ করেছে। সেখানে মোহনবাগানের পরাজয় সবুজ-মেরুন সমর্থকরা একেবারে মেনে নিতে পারছেন না।

Mohun Bagan Super Giant News: 'মোহনবাগান মায়ের সমান!',বাগান তারকার মন্তব্যে প্রশংসার বন্যা

আগামী ম্য়াচে ভাল পারফরম্য়ান্সের ব্যাপারে আশাবাদী কার্ডোজো

প্রথম ম্য়াচে ডিফেন্স, মাঝমাঠ থেকে আক্রমণভাগ, তিনটে বিভাগেই কার্যত ডাঁহা ফেল করেছে মেরিনার্সরা। তবে মোহনবাগান কোচ আগামীদিনে কিন্তু দলের ভাল পারফরম্য়ান্সের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তিনি বলেছেন, 'এই ম্যাচের আগে মোহনবাগান সুপার জায়ান্ট প্রস্তুতির জন্য খুব একটা সুযোগ পায়নি। সেকারণেই দলটা এমন পারফরম্য়ান্স করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আগামী ম্যাচগুলোয় অবশ্যই উন্নতি হবে। এই ভাঙাচোরা দল নিয়েও পুলিশের বিরুদ্ধে মোহনবাগান যেভাবে লড়াই করল, তাতে আমি যারপরনাই খুশি।'

Mohun Bagan Super Giant CFL 2025-26