Mohun Bagan Super Giant Celebrate Shield Victory After Beating FC Goa: দুর্দান্ত জয় দিয়ে এ মরশুমে আইএসএলের লিগ পর্বে দৌড় শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা লিগ টেবলের দ্বিতীয় স্থানাধিকারী ও সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাওয়া এফসি গোয়া দলকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য শিল্ড জিতল। প্রথম লিগে এই দলের কাছেই হেরেছিল সবুজ-মেরুন বাহিনী। শনিবার সেই গোয়াকে হারিয়েই মধুর প্রতিশোধ নিয়ে লিগ-শিল্ড জয়ের আনন্দকে দ্বিগুণ করে তুলল বাগানের ছেলেরা।
ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে মনবীর সিংয়ের গোল দিমিত্রিয়স পেট্রাটসের হ্যান্ডবলের জন্য বাতিল না-হলে মোহনবাগান সুপার জায়ান্টের জয়ের ব্যবধানটা আরও বাড়তে পারত। এই ম্যাচের প্রথম গোল অবশ্য এফসি গোয়ার দোষেই হয়েছে। ৬২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে হেড করে নিজের গোলেই বল ঠেলে দিয়েছেন গোয়ার মিডফিল্ডার বরিস সিং। এর পরে অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান বাড়ান স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট।
দলের জয় দেখতে হাজার ষাটেক মোহনবাগান সমর্থক এদিন মাঠে এসেছিলেন। দলের সাফল্য দেখে তাঁরা উল্লাসে ফেটে পড়েন। খেলার পর বাগানের খেলোয়াড় এবং কর্তাদেরও জয়ের আনন্দ শামিল হতে দেখা গেল। আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট (৫৬) অর্জন করে এ বার লিগ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড গড়ল সবুজ-মেরুন বাহিনী। এই প্রথম তারা টানা দ্বিতীয়বার আইএসএল জিতেছে, যা নজির।
শুধু তাই নয়, সবচেয়ে বেশি সময় (৬২৬ মিনিট) গোল না খাওয়ার নজিরও গড়েছে মোহনবাগান। তারা টানা ছ’টি ম্যাচে ক্লিন শিটের নজির গড়ল এবারের আইএসএলেই। শনিবার তারা চলতি মরশুমে ১৭ নম্বর জয় ছিনিয়ে নিল। এটিও আইএসএলের ইতিহাসে নজির। পাশাপাশি, এক মরশুমে ১১টি হোম ম্যাচে জিতেও নতুন রেকর্ড গড়ল বাগান। একের পর এক নজির গড়ে চ্যাম্পিয়ন হওয়ার এই ইতিহাস ভারতীয় ফুটবলে বিরল। যা দেশের ফুটবল ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- বৃষ্টিতে ভেস্তে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল?
শনিবারের ম্যাচে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। উত্তেজনার বশে দুই দলের খেলোয়াড়রা হামেশাই মেজাজ হারাচ্ছিলেন। হোম টিম ১৬ বার ফাউল করেছে। আর, এফসি গোয়ার ফাউল করেছে ১১ বার। মোট পাঁচবার হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি রাহুল কুমার গুপ্তা। তিনি এ দিন শেষ অফিসিয়াল ম্যাচ খেলালেন। সবুজ-মেরুন বাহিনীর তারকাদের তিনবার ও এফসি গোয়ার খেলোয়াড়দের দু’বার হলুদ কার্ড দেখালেন তিনি। তবে, খেলোয়াড়রা মেজাজ হারালেও ঠাসা গ্যালারিতে থাকা সমর্থকরা ছিলেন শান্ত। তাঁর উল্লাসে ফেটে পড়লেও একবারের জন্যও সীমা ছাড়াননি।