/indian-express-bangla/media/media_files/2025/06/13/RYt7Tk1JQQtH30x2tGC6.jpg)
Mohun Bagan Super Giants: দলবদলের বাজারে বিরাট চমক দিতে চলেছে মোহনবাগান
Mohun Bagan Super Giant: দলবদলের বাজারে বিরাট চমক দিতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। সামনের মরশুমের জন্য দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাব। সবুজ-মেরুন ব্রিগেডের জন্য গত মরশুম দুর্দান্ত কেটেছে। ISL লিগ শিল্ড এবং কাপ দুটোই জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। এবার সামনের মরশুমের জন্যও আগ্রাসী মেজাজেই দলগঠনের কাজ করছেন মোহনবাগান কর্তারা। এবার ISL কাঁপানো তারকাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাল মোহনবাগান। সবুজ-মেরুন জনতার জন্য বড় ট্রান্সফার আপডেট এসেছে সামনে।
নির্বাচনী ব্যস্ততার মাঝেই ঘর গোছানোর কাজ চলছে মোহনবাগানে। এবার এমন একজন ফুটবলারকে দলে নিতে সবুজ-মেরুন শিবির ঝাঁপিয়েছে যার জন্য আবার লাইনে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলও (East Bengal)। শোনা যাচ্ছে, সেই ফুটবলারের ইস্টবেঙ্গলে (East Bengal FC) সই করা প্রায় পাকা ছিল। কিন্তু মাঝখান থেকে মোহনবাগান ঢুকে পড়ায় লাল-হলুদ শিবিরের খেলা ভেস্তে গিয়েছে। মাঠের লড়াই এবার মাঠের বাইরেও প্রবলভাবে চলছে।
জানা গিয়েছে, ফুটবলার অভিষেক সিং টেকচাম নতুন মরশুমে আর পাঞ্জাব এফসি-তে থাকছেন না। আর তাঁকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল রেকর্ড অর্থ খরচ করতে রাজি। কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে মোহনবাগান। এবার তারাও ঝাঁপিয়েছে অভিষেককে দলে নিতে। গত সপ্তাহে এমন ট্রান্সফার অর্থের প্রস্তাব দিয়েছে মোহনবাগান, যার ফলে অভিষেকের ইস্টবেঙ্গলে যাওয়া ধাক্কা খেয়েছে।
আরও পড়ুন মোহনবাগানে ফিরতে চাইছেন এই তারকা ফুটবলার? অপেক্ষা শুরু সবুজ-মেরুন সমর্থকদের
পাঞ্জাব ছাড়তে চলেছেন অভিষেক। আর মৌখিকভাবে পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের ট্রান্সফার বিডও গ্রহণ করেছিল পাঞ্জাব এফসি-র কর্তারা। কিন্তু মোহনবাগানের কারণে সেই দলবদল বাদ সেধেছে। মোহনবাগানের নতু অফার নিয়ে এবার ভাবনাচিন্তা শুরু করেছে পাঞ্জাব। সেই কারণে অভিষেকের দলবদল এখন সময়সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অভিষেকের পারফরম্যান্স
২০২৪-২৫ ISL মরশুমে পাঞ্জাবের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন এই ফুল ব্যাক। ৮টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি এই মরশুমে তাঁর শক্তিশালী ডিফেন্স এবং অপ্রতিরোধ্য উইং ধরে দৌড় সবার নজর কেড়েছে। গোটা মরশুমে ৮৬ বার ডুয়েল জিতেছেন এবং ৮ বার এরিয়াল লড়াইয়ে জিতেছেন তিনি। তাঁর পারফরম্যান্স দেখেই ভারতের জাতীয় দলে তাঁকে ডাকেন টিম ইন্ডিয়ার কোচ মানোলো মার্কেজ।
/indian-express-bangla/media/media_files/2025/06/13/P0TNGOSNUjBdRh8dgTBi.jpg)
মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে অভিষেককে নামান মার্কেজ। সেই ম্যাচে ভারত ৩-০ গোলে জেতে। তার পর থাইল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলিতেও খেলেন তিনি। তবে সেই ম্যাচ ভারত হারে ২-০ গোলে। ২০ বছরের এই ফুল ব্যাক সেই ম্যাচে নজর কাড়েন। ৪০ মিনিটের মাথায় তাঁর দূরপাল্লার শটে প্রায় গোল হয়ে যাচ্ছিল।
আরও পড়ুন মোহনবাগানই ছাড়তে চায় এই তারকা ফুটবলারকে? ফাঁস হয়ে গেল 'অন্দর কী বাত'! চিন্তায় সমর্থকরা
গত মরশুমে একইরকম ভাবে লালেংমাওয়াইয়া রালতে আপুইয়ার জন্য লড়াই হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে। সেই লড়াইয়ের মাঝেই আনোয়ার আলি মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে যোগ দেন। এবং আপুইয়াকে দলে নেয় মোহনবাগান। এবার অভিষেককে নিয়ে লড়াইয়ে কোন দল জেতে সেটাই দেখার।