/indian-express-bangla/media/media_files/2025/05/28/HxakMRCZFs4IivBWyxcU.jpg)
জোসন কামিন্সের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট
Greg Stewart: সামনের মরশুমের জন্য ইতিমধ্যেই দলগঠনের কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কোন ফুটবলার দলে থাকবেন, আর কাদেরই বা ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর এই দলবদলের তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হলেন গ্রেগ স্টুয়ার্ট। বাগান সমর্থকরা তাঁকে ভালবেসে 'ম্যাজিশিয়ন' বলে ডাকতেন।
যাবতীয় সিদ্ধান্ত নির্ভর করছে হোসে মলিনার উপরে!
এতদিন ধরে শোনা যাচ্ছিল, গ্রেগ স্টুয়ার্ট নাকি নিজেই জানিয়েছেন যে ভারতীয় ফুটবলে তিনি আর খেলতে চান না। ফিরে যেতে চান নিজের দেশ স্কটল্যান্ডে। কারণ গ্রেগ তাঁর পরিবারকে নাকি আরও বেশি করে সুযোগ দিতে চান। তবে সম্প্রতি একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট দলে গ্রেগ স্টুয়ার্ট আগামী মরশুমে আদৌ খেলবেন কি না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে হেড কোচ হোসে মলিনার উপরে।
Mohun Bagan Super Giant News: মাথায় হাত মেরিনার্সদের, মোহনবাগানে খেলতে অনীহা তারকা ফুটবলারের
শোনা যাচ্ছে, হোসে মলিনা নাকি নিজেই গ্রেগ স্টুয়ার্টকে দলে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহী নন। তিনি নিজেই এই স্কটিশ মিডফিল্ডারকে ধরে রাখার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। কারণ অবশ্যই গ্রেগের চোট। গত মরশুমে এই চোটের কারণেই স্টুয়ার্ট বেশ কয়েকটি ম্য়াচ খেলতে পারেননি। আর সেকারণেই মলিনা তাঁকে আর ধরে রাখতে চাইছেন না। তবে যদি স্টুয়ার্টকে একান্তই ছেড়ে দেওয়া হয়, তাহলে মাঝমাঠে একজন দাপুটে ফুটবলার দরকার পড়বে মোহনবাগানের। এই শূন্যস্থান কে ভরাট করবেন, সেটাই আপাতত দেখার।
সাফল্য ধরে রাখতে চায় মোহনবাগান
বাগানে যে আপাতত বসন্তের হাওয়া বইছে সেটা আর আলাদা করে বলার দরকার নেই। গত আইএসএল মরশুমে লিগ শিল্ড জয়ের পাশাপাশি মোহনবাগান খেতাবও জয় করেছে। যদিও মরশুমের শুরুটা মেরিনার্সরা একেবারে ভাল করতে পারেনি। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে পরাজয়ের পর মলিনার রণকৌশল নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কিন্তু, সেইসব সমালোচনা আজ অতীত। আইএসএল ট্রফি জয় করে মলিনা নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। আশা করা যায়, আগামী মরশুমেও তিনি এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। এই পরিস্থিতিতে যদি দরকার হয়, সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্তও গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে মেরিনার্সদের হয়ত কোনও অভিযোগ থাকবে না।