/indian-express-bangla/media/media_files/2025/06/10/2NXuqxhRVJYIsrUncf9Q.jpg)
দেখে নিন ভারত এবং হংকংয়ের ফিফা ব়্যাঙ্কিং
India vs Hong Kong: ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নামছে ভারত (Indian Football Team) এবং হংকং ফুটবল দল। দুটো দলই আপাতত এই টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে তাকিয়ে রয়েছে। মঙ্গলবার কাউলুনের কাই তক স্পোর্টস পার্কে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে।
একনজরে দুই দলের ফিফা ব়্যাঙ্কিং
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফিফা ক্রমতালিকায় (FIFA Ranking) ভারতীয় ফুটবল দল বর্তমানে ১২৭ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। গত মার্চ মাসে তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে কষ্টার্জিত ড্র অর্জন করে টিম ইন্ডিয়া। অন্যদিকে, হংকং ফুটবল দল আপাতত ফিফা ক্রমতালিকায় ১৫৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। সেকারণে সুনীল ছেত্রীরা (Sunil Chhetri) এই ম্য়াচে জয়ের আশা করতেই পারেন।
ফুটবল ময়দানে ভারত এবং হংকং এই নিয়ে ২৫ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ১৯৫১ সালে প্রথমবার এই দুটো দলের মধ্যে ৯০ মিনিটের লড়াই আয়োজন করা হয়েছিল। দুই দলের মধ্যে জয়-পরাজয়ের হিসেব যদি করা হয়, তাহলে ভারত সামান্য হলেও এগিয়ে রয়েছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৯ ম্য়াচ জিতেছে। আর হংকং জিতেছে আটটি। বাকি সাতটা ম্য়াচ ড্র হয়ে গিয়েছে।
তবে যেটা সবথেকে বেশি ভাবাচ্ছে, তা হল হংকংয়ের মাঠে ভারতীয় ফুটবল দল একবারই মাত্র জয়লাভ করেছিল। ১৯৫৭ সালে টিম ইন্ডিয়া ২-১ গোলে জয়লাভ করে। ২০২২ সালে এই দুটো দল শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। কলকাতায় আয়োজিত বৃষ্টিভেজা সেই ম্য়াচে ভারত ৪-০ গোলে জয়লাভ করেছিল।
২০২৪ সাল থেকে হংকং ফুটবল দলকে কোচিং করাচ্ছেন অ্যাশলে ওয়েস্টউড। এই নামটা ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওয়েস্টউড বেঙ্গালুরু এফসি-কে কোচিং করিয়েছিলেন। এরপর তিনি এটিকে এবং রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি'কেও কোচিং করান। গত বছর ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে আফগানিস্তানের যে ফুটবল দলটা ভারতকে হারিয়েছিল, সেই দলকেও কোচিং করিয়েছিলেন এই ওয়েস্টউডই।
India vs Bangladesh: এশিয়ান কাপ বাছাইপর্বে শুধুমাত্র সুনীল ছেত্রী নয়, নজরে হামজা চৌধুরিও
ওয়েস্টউডের কোচিংয়ে হংকং ফুটবল দল এখনও পর্যন্ত গত ১২ ম্য়াচের মধ্যে মাত্র একটাতেই হেরেছে। তাও সেটা লিচেনস্টেইনের বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচে। কিন্তু, ফিফা ক্রমতালিকায় উপরে থাকা দলগুলোর বিরুদ্ধে তারা মাত্র ২ বার জয়লাভ করেছে। একটা সলোমন আইল্যান্ডের বিরুদ্ধে আর অন্য়টা ফিলিপিন্সের বিরুদ্ধে।