/indian-express-bangla/media/media_files/2025/05/31/7tJIpYOxIzHCT8LGuueS.jpg)
স্প্যানিশ মিডফিল্ডার ডেল পিনো
Mohun Bagan Super Giant: ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025-26) জন্য মোহনবাগান ইতিমধ্যে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে, বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের সঙ্গে ইতিমধ্যেই নাকি বাগান কর্তারা কথাবার্তা সেরে ফেলেছেন। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে এক স্প্যানিশ ফুটবলারের। নাম টাইরন গুস্তাভো ডেল পিনো ব়্যামোস। এই ফুটবলারকে যদি শেষপর্যন্ত মোহনবাগান সই করাতে পারে, তাহলে দল যে অনেকটাই শক্তিশালী হবে, তা নিশ্চিন্তে বলা যায়।
Mohun Bagan News: ভারতে আসছেন মেরিনার্সদের 'প্রাণভ্রমরা', তবে খেলবেন না মোহনবাগানে!
কে এই ডেল পিনো? গত মরশুমে লিগা ওয়ানে তিনি সোনার বল জয় করেছেন। অর্থাৎ টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে তাঁকে নির্বাচন করা হয়েছিল। শোনা যাচ্ছে, এই অ্যাটাকিং মিড ফিল্ডারের সঙ্গে মোহনবাগান নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে। দ্য ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই আশ্বাস হয়েছে। এই রিপোর্ট অনুসারে মোহনবাগান কিন্তু এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে যথেষ্ট ইতিবাচক আলোচনা করেছে। যদিও কথাবার্তা কতদুর এগিয়েছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
তবে অনেকে আবার বলছেন যে এমন কোনও স্প্যানিশ ফুটবলারের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। আলোচনা তো অনেক দুরের কথা। মার্কাস মারগালহাও নামে একজন ক্রীড়া সাংবাদিক টুইট করেছেন যে এই খবরটি একেবারেই সত্য নয়।
Not true! https://t.co/vWh8SWJAaY
— Marcus Mergulhao (@MarcusMergulhao) May 28, 2025
যাইহোক, ডেল পিনোর ফুটবল কেরিয়ার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। গত মরশুমে পারসিব বানদাং দলের হয়ে এই ফুটবলারটি ৩২ ম্য়াচে ১৮ গোল করেছেন। পাশাপাশি ৮ গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছে। সবথেকে বড় কথা সোনার বল জয় করেছে। পাশাপাশি, গত মরশুমে AFC চ্যাম্পিয়ন্স লিগে তিনি ৬ ম্যাচে তিনটে গোল করেন এবং একটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেন। এই ফুটবলারটি আপাতত যে আগুন ফর্মে রয়েছে, তা বলা যেতেই পারে।
Mohun Bagan Super Giant: ভারতে ফিরছেন তারকা গোলমেশিন! তবুও খেলবেন না মোহনবাগানের হয়ে?
সূত্রের খবর, মোহনবাগান ম্য়ানেজমেন্ট কিন্তু এই ফুটবলারকে চোখে-চোখে রেখেছে। তবে সমস্যা একটাই। এই ফুটবলারটি ৩৪ বছর বয়সে পা রেখেছে। ফলে বাগানের জন্য লম্বা রেসের ঘোড়া একেবারেই হতে পারবে না। মোহনবাগান সুপার জায়ান্ট দলে যোগ দিলে যে ইন্ডিয়ান সুপার লিগেও গোল্ডেন বল জয়ের দাবিদার হতে পারেন, তা একপ্রকার বলা যেতেই পারে। কিন্তু, আদৌ তিনি ভারতে খেলতে আসবেন কি না, তা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। শেষপর্যন্ত কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।