/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Mohun-Bagan_-1.jpg)
Mohun Bagan: মোহনবাগান ক্লাব। (ফাইল ছবি)
Mohun Bagan win league & shield in next match: হাতে বাকি এখনও চারটে ম্যাচ। তার মধ্যে মাত্র একটিতে জিতলেই একই মরশুমে লিগ এবং শিল্ড জেতার বিরল কৃতিত্ব অর্জন করবে মোহনবাগান। তবে, এজন্য পয়েন্টের হিসেব-নিকেশের দিকেও নজর রাখতে হবে। সেক্ষেত্রে আরও দুটো ম্যাচের ফলাফল কী হল, সেদিকেও নজর থাকবে বাগান কর্তাদের। সেসব, ভাবনা অনুযায়ী হলেই পরপর দু'বার দেশের সেরা ক্লাব হবে বাংলার মোহনবাগান।
বর্তমানে ২০ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৪৬। একটি ম্যাচ জিতলে মোহবাগানের পয়েন্ট হবে ২১ ম্যাচে ৪৯। দু'টিতে জিতলে হবে ২২ ম্যাচে ৫২। তাতেও বাকি দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে থাকবে বাংলার ক্লাব। তিনটিতে জিতলে বাগানের পয়েন্ট দাঁড়াবে ২৩ ম্যাচে ৫৫। আর, ৪টিতেই জিতে গেলে তো কথাই নেই। বাগানের পয়েন্ট হবে ২৪ ম্যাচে ৫৮। যা বাকিদের ধরাছোঁয়ার বাইরে থাকবে।
আপাতত মোহনবাগানের পরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে গোয়া। তবে, তারা মোহনবাগানের চেয়ে ১০ পয়েন্টে এখন পিছিয়ে। গোয়ার পয়েন্ট ১৯ ম্যাচে ৩৬। তাদের হাতে ৫টি ম্যাচ আছে। সেই ৫টি ম্যাচই যদি গোয়া জিততে পারে, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৪ ম্যাচে ৫১। তিন নম্বরে থাকা জামশেদপুরের পয়েন্ট আপাতত ১৯ ম্যাচে ৩৪। তারা বাকি ৫টি ম্যাচ জিতলে জামশেদপুরের পয়েন্ট দাঁড়াবে ২৪ ম্যাচে ৪৯। এই দুটি দলের হিসেব-নিকেশের ভরসায় না থেকে তাই বাগানকে ট্রফি জয় নিশ্চিত করতে সামনের ৪টি ম্যাচের মধ্যে ২টিতে জিততেই হবে।
আরও পড়ুন- ন্যাশনাল গেমসে জোড়া পদক, আলোড়ন ফেললেন 'বেঙ্গল টাইগার' মৌমিতা
আসন্ন ৪টি ম্যাচের মধ্যে মোহনবাগানের প্রথম খেলা শনিবার, কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। হিসেব-নিকেশের জোরে ট্রফি জিততে হলে, মোহনবাগানকে নজর রাখতে হবে গোয়া আর জামশেদপুরের ম্যাচের দিকে। বুধবারই মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে গোয়া। বৃহস্পতিবার জামশেদপুরের ম্যাচ আবার নর্থ-ইস্টের বিরুদ্ধে। গোয়ার ম্যাচ হবে মুম্বইয়ের মাঠে। আর, এর আগে আইএসএলের প্রথম লেগে নর্থ-ইস্ট ৫-০ গোলে হারিয়েছিল জামশেদপুরে।
ফলে, গোয়া আর জামশেদপুর- কারও কাছেই বুধ আর বৃহস্পতিবারের ম্যাচটা সহজ হবে না। সেই হিসেবে মুম্বইয়ের কাছে গোয়া হারলে তাদের পয়েন্ট হবে ২০ ম্যাচে ৩৬। সেক্ষেত্রে তারা বাকি চারটি ম্যাচে জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ৪৮। আর, জামশেদপুর নর্থ-ইস্টের কাছে হেরে বাকি চারটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৪৬। সেক্ষেত্রে আসন্ন চারটির মধ্যে একটি ম্যাচে জিতলেই ভারতসেরা হয়ে যাবে বাগান।