Moumita Mondal won two medals: জাতীয় গেমসে দুটি পদক জিতে আলোড়ন ফেললেন বাংলার মৌমিতা মণ্ডল। ১১০ মিটার হার্ডলসে রুপো এবং লং জাম্পে তিনি সোনা জিতেছেন। বিভিন্ন দলগত ইভেন্টে মৌমিতা ইতিমধ্যেই বাংলার মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু, এবার সেই সব কৃতিত্বকে ছাপিয়ে গেলেন এই ক্রীড়াবিদ। হার্ডলসে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জ্যোতি ইয়ারাজি। জাতীয় রেকর্ডধারী ইয়ারাজির সঙ্গে সমানতালে টক্কর দিয়েই মৌমিতা নিজের সেরা সময় করেছেন হার্ডলসে। রুপো জিততে নিয়েছেন ১৩.৩৬ সেকেন্ড। আর, সোনা জিততে লাফ দিয়েছেন ৬.২১ মিটার।
জোড়া পদক জেতার পর মৌমিতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'হাতে আরও সময় পেলে আরও বেশি দূর পর্যন্ত জাম্প দিতে পারতাম। আমার ব্যক্তিগত সেরা ৬.৪১ মিটার। কিন্তু, হাজারো রকম প্রতিবন্ধকতা আছে। সেই কারণে পারিনি।' হার্ডলসের পর ছিল লং জাম্প ইভেন্ট। হার্ডলসের ক্লান্তির জন্য মৌমিতার প্রথম লাফটা ভালো হয়নি। লাফিয়েছিলেন ৫.৯৬ মিটার। তারপর ভেবেছিলেন, আর লাফাবেন না। কিন্তু, দলের বাকিরা উৎসাহ দেওয়ায় ফের লাফান বাংলার মেয়ে। আর, তাতেই সোনা এসেছে।
এই ব্যাপারে সোনাজয়ী অ্যাথলিট বলেন, 'প্রথমবার লাফের পর শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। সেই কারণেই ভাবছিলাম, ফাইনালে আর লাফাব না। কিন্তু, সবাই বলায় শেষ পর্যন্ত লাফাই। তবে, সেরা পারফরম্যান্সটা করতে পারিনি। হার্ডলসটা যদি লং জাম্পের পর হত, তবে ভালো হত। এনিয়ে আমরা ফেডারেশনের কাছে অনুরোধও করেছিলাম। কিন্তু, ফেডারেশন আমাদের আবেদন কানে নেয়নি।'
উচ্চতা আশানুরূপ নয়। এই কারণে মৌমিতার সমস্যাও কম না। কিন্তু, সেসব বাধা টপকেই তিনি নিজের সাফল্য আদায় করে নিয়েছেন। সোনাজয়ী অ্যাথলিটের কথায়, 'কীভাবে এই সব প্রতিবন্ধকতার মধ্যেও সাফল্য পাওয়া যায়, সেটা নিশ্চিত করাই আমার লক্ষ্য। সেজন্য প্রচুর পরিশ্রম করেছি। আমার কোচ জেমস হিলিয়ার আমাকে বেঙ্গল টাইগার বলে ডাকেন। আর, টাইগার কখনও হাল ছাড়ে না।'
আরও পড়ুন- লজ্জার বিপিএলে ট্রফি নিয়েও চিটিংবাজি! চিটাগং কিংসের হাতে কী ধরাল উদ্যোক্তারা?
মৌমিতার দাবি, এই সাফল্য তাঁকে আগামীদিনে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে। তিনি ভবিষ্যতে নিজের এই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর, সেজন্য এখন থেকেই নতুন করে পরিশ্রম শুরু করবেন। কথা শুনে মনে হতে বাধ্য- যেন এক নতুন তারকার জন্ম হল মহারানা প্রতাপ স্পোর্টস কলেজের ময়দানে।