Mohun Bagan Super Giant: সবুজ-মেরুন সমর্থকদের জন্য জোড়া খুশির খবর, ইস্টবেঙ্গলকে বলে বলে গোল দেবে মোহনবাগান

Mohun Bagan News Update: নয়া সচিব পদে দায়িত্ব নিয়েই মোহনবাগান সমর্থকদের খুশির খবর দিয়েছেন সৃঞ্জয় বোস। এই সিদ্ধান্ত কার্যকর হলে খুশির বাঁধ ভাঙবে সবুজ-মেরুন সমর্থকদের। এবার ইস্টবেঙ্গলকে সহজেই টেক্কা দেওয়া যাবে।

Mohun Bagan News Update: নয়া সচিব পদে দায়িত্ব নিয়েই মোহনবাগান সমর্থকদের খুশির খবর দিয়েছেন সৃঞ্জয় বোস। এই সিদ্ধান্ত কার্যকর হলে খুশির বাঁধ ভাঙবে সবুজ-মেরুন সমর্থকদের। এবার ইস্টবেঙ্গলকে সহজেই টেক্কা দেওয়া যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant

Mohun Bagan Super Giant: উন্মাদনার পারদ চড়ছে সবুজ-মেরুন সমর্থকদের

Mohun Bagan Super Giant: শনিবারই মোহনবাগানের (Mohun Bagan) সচিব পদে দায়িত্বগ্রহণ করেছেন সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। এদিন সন্ধেয় মোহনবাগান (Mohun Bagan Super Giant) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় ক্লাবের সচিব হিসাবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন। সচিবপদে দায়িত্ব নিয়েই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন সৃঞ্জয়। তার মধ্য়ে মহিলা দল গঠন থেকে শুরু করে কলকাতা লিগ-সহ নানা বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলেছেন সচিব। যাকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে সবুজ-মেরুন সমর্থকদের। সৃঞ্জয় বোস যে যে বিষয়গুলি শুরু করার কথা বলেছেন তা সত্যি হলে খুশির বাঁধ ভাঙবে মোহনবাগান সমর্থকদের।

Advertisment

দীর্ঘদিন ধরেই মোহনবাগান সমর্থকদের দাবি ছিল, পুরুষদের ফুটবল টিমের মতো মহিলা দলও গঠন হোক। পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল জাতীয় পর্যায় একের পর এক সাফল্য পাচ্ছে। এই মরশুমে ভারতসেরা হয়েছে লাল-হলুদের মহিলা ব্রিগেড। সেক্ষেত্রে মোহনবাগানের মহিলা ফুটবল দল না থাকায় সেই সাফল্যের স্বাদ এখনও পায়নি শতাব্দী প্রাচীন ক্লাব। এই বিষয়ে সচিবপদে দায়িত্ব নিয়েই সৃঞ্জয় বোস বলেছেন, তাঁর অন্যতম লক্ষ্য সবুজ-মেরুনের মহিলা ফুটবল দল গঠন করা। 

আরও পড়ুন বড় সিদ্ধান্ত গ্রহণ করল মোহনবাগান, মেরিনার্সদের জন্য সুখবর

Advertisment

মোহনবাগানের নয়া সচিব বলেছেন, 'লক্ষ্য থাকবে মহিলা ফুটবল দল যতটা সম্ভব তাড়াতাড়ি গঠন করা। এটা নিয়ে মানুষের মনে আগ্রহ তুঙ্গে। আশা করি, আগামী দিনে খুব তাড়াতাড়ি এই দল গঠন প্রক্রিয়া শুরু হবে।' এর পাশাপাশি কলকাতা লিগের বিষয়েও মন্তব্য করেছেন সৃঞ্জয়। তাঁর কথায়, 'কলকাতা লিগের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ বিষয়টা আলোচনা সাপেক্ষ। তবে আমার মনে হয়, কলকাতা লিগকে ফুটবলার তুলে আনার মঞ্চ হিসাবে ব্যবহার করা উচিত। কলকাতা লিগ থেকে তো আমাদের বহু ফুটবলার উঠে এসেছে। তাঁরা আইএসএলেও খেলছে।'

আরও পড়ুন নতুন মরশুমে বড় সিদ্ধান্ত বাগানের, স্বস্তিতে সবুজ-মেরুন সমর্থকরা

এবার যে কথা মোহনবাগান সচিব বলেছেন তা কার্যকর হলে আনন্দে লাফাবেন সবুজ-মেরুন সমর্থকরা। তিনি বলেছেন, 'আমরা চাই কলকাতা লিগে আমাদের ম্যাচ মোহনবাগান মাঠেই হোক। তবে সেটা কতটা সম্ভব তা এই মুহূর্তে বলা মুশকিল। আইএফএ-র সঙ্গে এ ব্যাপারে কথা বলতে হবে। তবে আইএফএ কবে কলকাতা লিগ শুরু করতে পারবে, সেই খবর নেই। তাই কবে আমাদের মাঠ তৈরি হবে, তা না ভেবে কবে থেকে কলকাতা লিগ শুরু এবং শেষ হবে, সেই দিনক্ষণ আগে ঠিক করুন আইএফএ।'

srinjoy bose Mohun Bagan Mohun Bagan Super Giant