Mohun Bagan Super Giant: নতুন মরশুমে বড় সিদ্ধান্ত মোহনবাগানের, স্বস্তিতে সবুজ-মেরুন সমর্থকরা

Mohun Bagan Super Giant: নতুন মরশুমে দলগঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।  গত মরশুমে তারা খেতাব  জয় করেছিল। এবারও সেই  সাফল্য তারা ধরে রাখতে চায়।

Mohun Bagan Super Giant: নতুন মরশুমে দলগঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।  গত মরশুমে তারা খেতাব  জয় করেছিল। এবারও সেই  সাফল্য তারা ধরে রাখতে চায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant

Mohun Bagan Super Giant: নতুন মরশুমে দলগঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরশুমে তারা খেতাব  জয় করেছিল। এবারও (ISL 2025-26) সেই  সাফল্য তারা ধরে রাখতে চায়। আর সেকারণেই  নিতে হচ্ছে বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত। দলের স্বার্থের কথা চিন্তা করে, ইতিমধ্যে ২ তারকা ফুটবলারকে তারা ছেড়ে দিয়েছে।

Advertisment

Mohun Bagan Super Giant: জাতীয় দলে কেন ব্যর্থ মোহনবাগানের ফুটবলাররা? মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের

এই ২ ফুটবলার হলেন সৌরভ ভানওয়ালা এবং ধীরজ সিং। সৌরভ যে আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতে খেলতে চান না, সেটা আগেই স্পষ্ট  করে দিয়েছিলেন। শোনা যাচ্ছে, তিনি ডায়মন্ড হারবার এফসি-তে যোগ দিতে পারেন। অন্যদিকে, ধীরজের পারফরম্যান্স নিয়ে বাগান কর্তারা এমনিতেই খুশি ছিলেন না। সম্প্রতি সেই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে। সূত্রের খবর, পঞ্জাব এফসি নাকি ধীরজকে খেলার প্রস্তাব দিয়েছে।

Advertisment

Mohun Bagan Super Giant: বদলার ডার্বিতে 'হ্যাটট্রিকের' নায়ক, মোহনবাগানের 'নয়ন মণি' এখন কোথায়?

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, ক্লাবের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। এই সময় সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ব্যাপারটি জানতে পারা গিয়েছে। সৌরভ এবং ধীরজের পাশাপাশি নুনো গোমসকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

Mohun Bagan Super Giant: দলবদলেও ডার্বির উত্তেজনা! ISL কাঁপানো তারকার জন্য তুমুল লড়াই মোহনবাগান-ইস্টবেঙ্গলের

উল্লেখ্য, আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও পর্যন্ত যা খবর, কলকাতা ফুটবল লিগ এবং ডুরান্ড কাপে বাগান রিজার্ভ দল নামাবে। ডেগি কার্দাজোর কোচিংয়ে দলটা কেমন পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার।

ISL 2025-26 Mohun Bagan Super Giant