/indian-express-bangla/media/media_files/2025/06/05/BuhkZDhnu8gnnVrKVm6v.jpg)
Subhasish Bose: এই মরশুমে মোহনবাগানকে জোড়া সাফল্য দিয়েছেন শুভাশিস
Mohun Bagan News: থাইল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় ফুটবল দলের। ফ্রেন্ডলি ম্যাচে ২-০ হারের পর ব্লু-টাইগারদের কঙ্কালসার চেহারাটা আবার বেরিয়ে পড়েছে। একদিকে, যেখানে ভারতীয় ক্রিকেট দল বিশ্বমঞ্চে একের পর এক সাফল্য পাচ্ছে, তখনই ভারতীয় ফুটবল দল আরও অন্ধকারে চলে যাচ্ছে। নয়া কোচ মানোলো মার্কেজের কোচিংয়ে আরও যেন হতশ্রী দশা ভারতীয় ফুটবলারদের। ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের কাছে বিশ্রী হার সেটাই আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারকাখচিত ভারতীয় ফুটবল দল মুখ থুবড়ে পড়েছে বিদেশের মাটিতে।
তবে ব্যর্থতা গা-ঝাড়া দিয়ে আগামী ১০ জুন হংকংয়ের সঙ্গে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন ব্লু টাইগাররা। বৃহস্পতিবার ওই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আর সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহনবাগানের (Mohun Bagan Super Giants) ISL জয়ী অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। ISL-এর ২০২৪-২৫ মরশুমের সেরা ডিফেন্ডার শুভাশিসকে দলেই রাখলেন না মার্কেজ। তাঁকে ছাড়াই থাইল্যান্ড ম্যাচে নেমেছিল ভারত।
জানা গিয়েছে, চোটের জন্য থাইল্যান্ড ম্যাচে তাঁকে টিমে রাখেননি মার্কেজ। হংকংয়ের বিরুদ্ধে দলে ফিরবেন বলে আশা ছিল। কিন্তু তা হচ্ছে না। ফলে ধাক্কা খেয়েছে ভারতের ডিফেন্স বিভাগ। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা লেফট ব্যাক শুভাশিস কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরছেন। তাঁর সঙ্গে থাইল্যান্ড থেকে সরাসরি দেশে ফিরছেন আরও দুই ফুটবলার ডিফেন্ডার মেহতাব সিং এবং গোলকিপার হৃতিক তিওয়ারি।
🚨 #BlueTigers Update 🔊
— Indian Football Team (@IndianFootball) June 5, 2025
The senior Indian men's team have left Bangkok for Hong Kong with a squad of 25, for the AFC Asian Cup Saudi Arabia 2027 Final Round qualifier match against Hong Kong, China. Subhasish Bose, Hrithik Tiwari, and Mehtab Singh have been released from the… pic.twitter.com/NQHeU0xyJF
এই মরশুমে মোহনবাগানকে জোড়া সাফল্য দিয়েছেন শুভাশিস। লিগ শিল্ড এবং কাপ দুটোই মোহনবাগান জিতেছে তাঁর ক্যাপ্টেন্সিতে। এই মুহূর্তে ভারতীয় দলে সবচেয়ে বেশি মোহনবাগানেরই ফুটবলার। কিন্তু শুভাশিসের খেলতে না পারা লক্ষ লক্ষ সবুজ-মেরুন সমর্থককে আশাহত করবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ২০২৭ সালে সৌদি আরবে বসবে এএফসি এশিয়ান কাপের আসর। যোগ্যতা অর্জনের ফাইনাল রাউন্ড চলছে। আগামী ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারত। এই ম্যাচ না জিততে পারলে এশিয়ান কাপে খেলার আশা শেষ হয়ে যাবে ভারতের।
আরও পড়ুন দলবদলের বাজারে বড় খবর, মোহনবাগানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য তারকা ফুটবলারের
একনজরে ভারতের ২৫ জনের স্কোয়াড দেখে নিন-
বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং (গোলকিপার)
নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ জিঙ্ঘান, আশিস রাই, টেকচাম অভিষেক সিং (ডিফেন্ডার)
সুরেশ সিং, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু, আয়ুশ দেব ছেত্রী, উদান্ত সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্রেন্ডন ফার্নান্ডেস (মিডফিল্ডার)
সুনীল ছেত্রী, লালরিনডিকা, মনবীর সিং, সুহেল ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে (ফরোয়ার্ড)